শনিবার, ২৫ অক্টোবর ২০২৫

|৯ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

ফিরলেন ৩০৯ জন, লিবিয়ায় মাফিয়া চক্রে বাংলাদেশি
বহিষ্কারাদেশ প্রত্যাহারে বিএনপিতে ফিরলেন সাত
নেতাপশ্চিম তীরে ‘ইসরাইলি সার্বভৌমত্ব’ চাপিয়ে দেয়ায় বাংলাদেশের নিন্দা
নভেম্বরের মধ্যেই দেশে ফিরবেন তারেক রহমান: সালাহউদ্দিন আহমদ
রুশ তেলে মার্কিন নিষেধাজ্ঞার প্রভাব জ্বালানির বাজারে কতোটা পড়বে?
নসিংদীতে বাসের চাপায় অটোরিকশার চালক ও দুই যাত্রী নিহত
যুদ্ধবিরতির পরও গাজায় দুর্ভিক্ষ কমেনি: ডব্লিওএইচও
নির্বাচনে মাঠে থাকবে ছয় লাখ আনসার সদস্য
উপদেষ্টারা প্রার্থী হতে পারবেনা, দাবি নাগরিক জোটের
২৪ ঘণ্টায় ৪৬৮ জনের ডেঙ্গু শনাক্ত
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সহসাই থামছে না, ট্রাম্পের গলদঘর্ম
এইচ-১বি ভিসা সংস্কারে হোয়াইট হাউসের সমর্থন

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ০২:০২, ২০ অক্টোবর ২০২৫

ভিডিও কলে ‘বিয়ে’ করে দেশে ফিরে দেখেন অন্যের স্ত্রী, অতঃপর কারাগারে

ভিডিও কলে ‘বিয়ে’ করে দেশে ফিরে দেখেন অন্যের স্ত্রী, অতঃপর কারাগারে
ছবি: সংগৃহীত

গাইবান্ধার সাঘাটায় অনলাইন অ্যাপে পরিচয় থেকে শুরু হওয়া প্রেমের পরিণতিতে প্রবাসীর ওপর বিষপ্রয়োগে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রেমিকা সুরাইয়া আক্তার মৌ, তার স্বামী দিপু রানা ও দিপুর ভাই নয়নকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। ঘটনাটি সাঘাটা উপজেলার কচুয়া এলাকায় ঘটেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, কক্সবাজারের রামু উপজেলার কাইম্যারঘোনা এলাকার মৃত গোলাম কবিরের ছেলে শাফিউল হক (৩৫) দীর্ঘ ২১ বছর ধরে সৌদি আরবে কর্মরত। ২০২০ সালে ‘বিগো লাইভ’ অ্যাপের মাধ্যমে গাইবান্ধার সাঘাটা উপজেলার সুরাইয়া আক্তার মৌয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। ধীরে ধীরে সম্পর্ক গাঢ় হয়ে একপর্যায়ে ভিডিও কলে তাঁদের বিয়ে হয়।

প্রবাসে অবস্থানকালে শাফিউল প্রেমিকার পরামর্শে তাঁর নামে ছয় শতাংশ জমি ক্রয় করেন এবং সেখানে একটি ঘর ও গরুর ফার্ম নির্মাণ করেন। তিনি অভিযোগ করেন, বিদেশ থেকে মৌয়ের কাছে প্রায় ৫০ লাখ টাকা পাঠান তিনি।

তবে পরে জানতে পারেন, সুরাইয়া আক্তার মৌ ইতোমধ্যে বিবাহিত এবং তাঁর স্বামীর নাম দিপু রানা। এই তথ্য জানার পর তাঁদের সম্পর্কে ভাঙন দেখা দেয়।

গত ১০ আগস্ট দেশে ফিরে বিষয়টি মীমাংসার চেষ্টা করলে মৌ তাঁকে নিজ বাড়িতে ডেকে নেন। সেখানে মৌ, তাঁর স্বামী দিপু রানা ও দিপুর ভাই নয়ন উপস্থিত ছিলেন। কথোপকথনের একপর্যায়ে মৌ তাঁকে শরবত খেতে দেন। শরবত পান করার পরপরই শাফিউল অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাঁকে মানিকগঞ্জ বাজার এলাকার একটি মুরগির ফার্মের পাশে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।

চিকিৎসা শেষে জ্ঞান ফিরে শাফিউল জানতে পারেন, শরবতে বিষ মিশিয়ে তাঁকে হত্যার চেষ্টা করা হয়েছিল।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদশা আলম বলেন, ‘ঘটনার পর তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মামলাটি তদন্তাধীন রয়েছে, তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

সর্বশেষ