বাঘাইছড়িতে ফেসবুকে মানহানিকর পোস্টের অভিযোগে থানায় সাধারণ ডায়েরি।
রাঙ্গামাটির বাঘাইছড়ি থানায় ফেসবুকে নিজের নামে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচারের অভিযোগ এনে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মো. রহমত উল্যাহ (৩৮) নামে এক ব্যক্তি।
জিডি সূত্রে জানা যায়, রহমত উল্যাহ বাঘাইছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের মধ্যমপাড়া এলাকার বাসিন্দা। তার পিতা মো. লিয়াকত আলী ও মাতা মোসাঃ ফরিদা বেগম। তিনি দীর্ঘদিন ধরে “Md Rahamat Ullah Sbapt” নামে একটি ফেসবুক আইডি ব্যবহার করে আসছেন।
রহমত উল্যাহ অভিযোগ করেন, গত ১৪ অক্টোবর ২০২৫ তারিখে রাত আনুমানিক ৮টার দিকে তিনি দেখতে পান যে, এক অজ্ঞাত ব্যক্তি “কষ্ট ভরা জীবন” নামের ফেসবুক আইডি (লিংক: facebook.com/share/1Zhg8p6UyA) থেকে তার নামে মিথ্যা, বিভ্রান্তিকর ও সম্মানহানিকর তথ্য প্রকাশ করেছে।
তিনি আরও জানান, ওই অজ্ঞাত ব্যক্তি ইচ্ছাকৃতভাবে বাঘাইছড়ি উপজেলা বিএনপি ও তার ব্যক্তিগত সম্মানহানির উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। এতে তার সামাজিক মর্যাদা ও ব্যক্তিগত নিরাপত্তা ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা করছেন তিনি।
এ বিষয়ে তিনি বাঘাইছড়ি থানায় জিডি করে ঘটনাটি নথিভুক্ত রাখার আবেদন জানান। জিডির ট্র্যাকিং নম্বর MBAC 20, জিডি নম্বর ৫১২, এবং তারিখ ১৫ অক্টোবর ২০২৫।
জিডিটি গ্রহণ করেন বাঘাইছড়ি থানার ডিউটি অফিসার এসআই মাঈনুল হোসেন সুমন (বিপি-৮৮১৭২০১৮৪৯)। এসময় এএসআই (নিরস্ত্র) সাগর হালদার (সিপি-৯৩২০২২৭৩৮০) উপস্থিত ছিলেন।
বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ হুমায়ূন কবীর বিষয়টি নিশ্চিত করে জানান, “এই ডায়েরি সংক্রান্তে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
মো. নাজমুল হোসেন ইমন/এমটি



























