শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

|৭ কার্তিক ১৪৩২

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ২০:৪৩, ১৬ অক্টোবর ২০২৫

পিসিসিপির প্রতিবাদের মুখে ভূমি কমিশনের বৈঠক স্থগিত

পিসিসিপির প্রতিবাদের মুখে ভূমি কমিশনের বৈঠক স্থগিত
ছবি: সংগৃহীত

আগামী (১৯ অক্টোবর) রবিবার সকালে "পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন" এক বৈঠক এর আয়োজন করে (অস্থায়ী কার্যালয়) রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে। উক্ত বৈঠক কে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠে পার্বত্য চট্টগ্রাম।

এদিকে পিসিসিপি রাঙামাটি জেলা শাখা ৮ দফা বাস্তবায়নের আগ পর্যন্ত "পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন" এর কোনো বৈঠক যেন রাঙামাটিতে না হয় সেজন্য রাঙামাটি পার্বত্য জেলা প্রশাসককে গতকাল (১৫ অক্টোবর) সকালে স্মারকলিপি দেয়। এবং একই দাবিতে আজ (১৬ অক্টোবর) সকালে পিসিসিপি রাঙামাটি জেলা শাখা সংবাদ সম্মেলন করে ও খাগড়াছড়িতে স্মারকলিপি এবং বন্দরবানে সংবাদ সম্মেলন করে।

রাঙামাটিতে সংবাদ সম্মেলন করে ঘোষণা দেয় বৈঠক বাতিল না করলে হরতাল হবে। সংবাদ সম্মেলন শেষ করে আজ দুপুরে আবারও স্মারকলিপি দেয় রাঙামাটি জেলা প্রশাসকের মাধ্যমে , ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের চেয়ারম্যান বরাবর।

পিসিসিপি একের পর এক কঠোর দাবি জানানোয় এবং হরতাল ঘোষণা করায় বাধ্য হয়ে বৈঠক স্থগিত করে "ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন"। বিকেলে সভা স্থগিত করার চিঠি দেয়।

'ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন' এর বৈঠক স্থগিত হওয়ায়, পিসিসিপি কেন্দ্রীয় কমিটির সভাপতি শাহাদাৎ হোসেন কায়েস ও সাধারণ সম্পাদক হাবীব আজম বলেন, জাতির অধিকার আদায়ে এ সফলতা পিসিসিপি'র একার নয়, শান্তিকামী প্রতিটি মানুষের। পাহাড়ের মানুষের ন্যায্য অধিকার আদায়ে পিসিসিপি একবিন্দু ছাড় দিবে না।

পিসিসিপি নেতৃবৃন্দ ঘোষণা দেন, দেহে রক্ত আছে যতদিন, জাতির অধিকার আদায়ে লড়াই চলবে ততদিন।

পিসিসিপি নেতৃবৃন্দ বলেন "২৫ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত শুধু মাত্র দশ মাসে পাহাড়ে জাতির অধিকার আদায়ে পিসিসিপি'র কঠোর অবস্থান ও আন্দোলনের ফলে চারটি বড় সফলতা আসে। পিসিসিপি একটি দেশ প্রেমিক সংগঠন, তাই দেশের স্বার্থে জীবন দিতেও প্রস্তুত পিসিসিপি'র প্রতিটি নেতাকর্মীরা।

মো.নাজমুল হোসেন ইমন/এসএইচ

সম্পর্কিত বিষয়: