রাঙামাটিতে ভূমি বিরোধ কমিশনের বৈঠক স্থগিত করার দাবি পিসিসিপির
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) রাঙামাটি জেলা শাখা পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের আগামী ১৯ অক্টোবর অনুষ্ঠিতব্য বৈঠক স্থগিত করার দাবি জানিয়েছেন।
বুধবার (১৫ অক্টোবর) সকালে পিসিসিপির নেতৃবৃন্দ জেলা প্রশাসকের নিকট এ বিষয়ে একটি স্মারকলিপি পেশ করেন।
স্মারকলিপিতে পিসিসিপি নেতারা জানান, পার্বত্য চট্টগ্রামে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে তাদের ঘোষিত ৮ দফা দাবি মানা না হওয়া পর্যন্ত কোনো বৈঠক অনুষ্ঠিত হওয়া উচিত নয়। পিসিসিপি রাঙামাটি জেলা সভাপতি তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক পারভেজ মোশাররফ হোসেনসহ কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতৃবৃন্দ স্মারকলিপিতে উপস্থিত ছিলেন।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন (সংশোধন) আইন-২০১৬ অনুযায়ী গঠিত কমিশনে পার্বত্য বাঙালিদের কোন প্রতিনিধি নেই। কমিশনের ৯ জন সদস্যের মধ্যে ৭ জন উপজাতি, এক জন কমিশনের চেয়ারম্যান ও একজন চট্টগ্রাম বিভাগীয় চেয়ারম্যান। এর ফলে একপক্ষীয় সিদ্ধান্তের আশঙ্কা রয়েছে, যা বৃহৎ বাঙালি জনগোষ্ঠীর ভূমি অধিকারকে বিপন্ন করতে পারে।
পিসিসিপি নেতারা আরও বলেন, কমিশনের বৈঠককে কেন্দ্র করে স্থানীয় বাঙালি জনগোষ্ঠী চরমভাবে ক্ষুব্ধ। তারা জানান, ৮ দফা দাবি না মানা পর্যন্ত রাঙামাটিতে কমিশনের কোনো বৈঠক অনুষ্ঠিত হলে তা রাজপথ থেকে কঠোরভাবে প্রতিহত করা হবে। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, জেলা প্রশাসক যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন এবং ১৯ অক্টোবরের বৈঠক স্থগিত করা হবে।
মো. নাজমুল ইসলাম ইমন/এমটি



























