শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫

|৭ কার্তিক ১৪৩২

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশিত: ১৩:২৯, ১৩ অক্টোবর ২০২৫

আপডেট: ১৫:৫২, ১৩ অক্টোবর ২০২৫

কাপ্তাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন

কাপ্তাইয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন
ছবি: সদ্য সংবাদ

'আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’ উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১ টায় কাপ্তাই উপজেলা প্রশাসন এবং উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে দিবসটি উপলক্ষে কাপ্তাই উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ কিন্নরীতে  সহকারী কমিশনার( ভূমি) নেলী রুদ্র সভাপতিত্বে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় বক্তব্য রাখেন কাপ্তাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শাহাদাত হোসেন, কাপ্তাই উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জহুরা খাতুন, ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাত হোসেন চৌধুরী, স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগদীশ চন্দ্র দাশ।

এসময় রেড ক্রিসেন্ট, ফায়ার সার্ভিস, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মো. নাজমুল হোসেন ইমন/এমটি