শ্রদ্ধা ভালোবাসায় ফায়ার ফাইটার শামীম আহমেদ এর শেষ বিদায়

নেত্রকোনায় তৃতীয় নামাজে জানাজা শেষে ফায়ার ফাইটার শামীম আহমেদ এর মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) বেলা পৌনে ১১টায় নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের পিজাহাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শেষ নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
এর আগে রাষ্ট্রীয় মর্যাদায় ময়মনসিংহ বিভাগীয় ফায়ার সার্ভিসের উদ্যোগে গার্ড অফ অনার প্রদান করা হয়। শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এমদাদুল হক তালুকদার।
পরে জানাজায় অংশগ্রহণ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম হেলালী, সাবেক উপজেলা চেয়ারম্যান দুলাল ভূঁইয়াসহ সকল আত্বীয় স্বজন ও গ্রামের সর্বস্তরের জনগণ।
এদিকে পরিবারের একমাত্র নির্ভরশীল ব্যক্তিকে হারিয়ে বার বার মোর্চা যাচ্ছেন বৃদ্ধ মা, একমাত্র বোন ও বড় ভাইয়েরা। তাদের আহাজারিতে চোখের পানি ধরে রাখতে পারছেন না এলাকাবাসীও।
স্ত্রী মনিরা আক্তার, শিশু ছেলে নাবিল (১১), মেয়ে হুমায়রা আক্তার (৯) ও ওহী আক্তার (৫) নামে তিন শিশু সন্তান রেখে গেছেন শামীম। নেত্রকোনার কেন্দুয়া মাসকা ইউনিয়নের পিজাহাতী (বড়বাড়ি) গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে তিনি।
২০০০ সালে এসএসসিতে উত্তীর্ণ হওয়ার পর ২০০৪ সালের ১৬ আগস্ট চাকরিতে যোগ দেন শামীম। ৬ ভাই ও এক বোনের বৃহৎ পরিবারে একমাত্র শামীমই সরকারি চাকরি করতেন। অন্য ভাইয়েরা সবাই কৃষক। চাকরিতে যোগদানের দু-তিন বছর পূর্বে শামীমের বাবা মারা যান। শামীমকে নিয়ে অনেক স্বপ্ন দেখতেন তার পরিবারের লোকজন।
শামীমকে হারিয়ে দিশেহারা তার স্ত্রী, সরকারের কাছে চেয়েছেন সর্বাত্নক সহযোগিতা। পরিবার ও স্থানীয়রা জানান, কৃষক পরিবারের সন্তান শামীম ছোটবেলা থেকেই ছিলেন পরোপকারী, সহজ সরল ও বিনয়ী।