মানবপাচারের অভিযোগে চীনা নাগরিকসহ আটক ২, তিন তরুণী উদ্ধার

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় মানবপাচারের অভিযোগে এক চীনা নাগরিকসহ দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় তিনজন তরুণীকে উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গতকাল রোববার (১৪ সেপ্টেম্বর) রাতে কেন্দুয়া পৌরসভার কমলপুর এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন—চীনা নাগরিক লি ওয়েই হাও এবং ফরিদুল ইসলাম নামের এক বাংলাদেশি নাগরিক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৮ বছর বয়সী আলফা আক্তার নামের এক গার্মেন্টস কর্মীকে গত ১ সেপ্টেম্বর বিয়ে করেন চীনা নাগরিক লি ওয়েই হাও। তিনি এ মাসের ২০ সেপ্টেম্বর আলফাকে নিয়ে চীন যাওয়ার কথা বলেন এবং এ জন্য পরিবারের কাছে এক লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতিও দেন।
রোববার রাতে আলফা আক্তার স্বামীকে পরিবারের সঙ্গে পরিচয় করাতে বাড়িতে নিয়ে আসেন। তাঁদের সঙ্গে ছিলেন ফরিদুল ইসলাম ও আরও দুই তরুণী। প্রাথমিকভাবে জানা গেছে, জামালপুরের বৃস্টি নামের এক তরুণীরও সম্প্রতি এক চীনা নাগরিকের সঙ্গে বিয়ে হয়েছে।
আলফার পরিবার লি ওয়েই হাওর কাছে পাসপোর্ট ও বৈধ কাগজপত্র দেখতে চাইলে তিনি তা দেখাতে ব্যর্থ হন। সহযোগী ফরিদুল ইসলামও কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি। এতে সন্দেহ হলে স্থানীয়রা তাঁদের আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুইজনকে আটক ও তিন তরুণীকে উদ্ধার করে।
কেন্দুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বলেন, আটক ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে হেফাজতে নেওয়া হয়েছে। মানবপাচার আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
সোহেল মিয়া।