আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত অন্তত ১৫

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জেরে সংঘর্ষে জড়িয়েছে দুটি পক্ষ। সোমবার (২১ জুলাই) ভোরে উপজেলার শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামে সংঘটিত এই ঘটনায় প্রাণ হারিয়েছেন মোমেনা বেগম (৪৫) নামের এক নারী। এ ছাড়া গুলিবিদ্ধ হয়েছেন তিনজনসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন।
নিহত মোমেনা বেগম সায়দাবাদ গ্রামের আক্তার হোসেনের স্ত্রী। গুলিবিদ্ধ তিনজন হলেন—মোতালিব মিয়ার ছেলে তাজু (৩৮), মৃত কালু মিয়ার ছেলে কফিল উদ্দিন (৫৫) এবং আলম মিয়ার ছেলে রানা (২০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সায়দাবাদ গ্রামের হানিফ মাস্টার গ্রুপ ও এরশাদ গ্রুপের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। একাধিকবার উভয় পক্ষ হামলা-মারামারিতে জড়িয়েছে এবং বেশ কয়েকটি মামলাও হয়েছে।
সোমবার ভোর ৫টার দিকে এরশাদ গ্রুপের সমর্থকরা টেঁটা, বল্লম, দেশীয় অস্ত্র ও ককটেল নিয়ে হানিফ মাস্টার গ্রুপের ওপর হামলা চালায়। একপর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় এবং গুলি বিনিময়ের ঘটনাও ঘটে। সংঘর্ষে গুলিবিদ্ধ হন অন্তত চারজন। গুরুতর আহত অবস্থায় মোমেনা বেগমকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংঘর্ষ থেমে থেমে চলতে থাকে। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রায়পুরা থানার পরিদর্শক (তদন্ত) প্রবীর ঘোষ বলেন, ‘আধিপত্য নিয়ে হানিফ মাস্টার ও এরশাদ গ্রুপের মধ্যে সংঘর্ষে এক নারী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’