‘কৃষকদের ক্ষতি কমাতে আলু কিনবে সরকার’

এ বছর আলু উৎপাদন বেশি হওয়ায় কৃষকরা ন্যায্য দাম পাচ্ছেন না—এমন পরিস্থিতিতে কৃষকদের ক্ষতি কমাতে সরকারিভাবে আলু ক্রয়ের ঘোষণা দিয়েছেন কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)। তিনি বলেন, “সরকার কৃষকদের পাশে রয়েছে। কিছু আলু সরকারিভাবে সংগ্রহ করা হবে, যাতে কৃষক ক্ষতির মুখে না পড়ে।”
শনিবার (২৩ আগস্ট) রাজধানীর গাবতলীর বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) বিভিন্ন গবেষণা ও প্রক্রিয়াজাত কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফ করেন উপদেষ্টা।
তিনি জানান, বিএডিসির টিস্যু কালচার কেন্দ্রের মাধ্যমে আলু, আনারস, খেজুর ও বিভিন্ন ফুলের চারা উৎপাদন হচ্ছে। এই প্রযুক্তি ছড়িয়ে দেওয়া গেলে বিদেশি নির্ভরতা কমবে। বিশেষ করে খেজুর ও উন্নত জাতের আলু বীজ দেশে উৎপাদনের মাধ্যমে কৃষিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন সম্ভব। বর্তমানে নেদারল্যান্ডসহ বিভিন্ন দেশ থেকে চড়া দামে আলু বীজ আমদানি করতে হয়।
সাম্প্রতিক বাজারে সবজির দাম বাড়ার কারণ হিসেবে উপদেষ্টা বলেন, “বৃষ্টির কারণে ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় সবজির দামে প্রভাব পড়েছে। তবে পরিস্থিতি স্বাভাবিক হলে দামও নিয়ন্ত্রণে আসবে।” বিপরীতে, আলুর দাম কমে যাওয়ায় কৃষকেরা ক্ষতির মুখে পড়েছে বলে উল্লেখ করেন তিনি। এজন্য কোল্ড স্টোরেজ পর্যায়ে আলুর মূল্য নির্ধারণের বিষয়ে সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান উপদেষ্টা।
পাট বীজ আমদানি প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “পাট বীজ উৎপাদন সময়সাপেক্ষ। কৃষকেরা দ্রুত লাভজনক ফসলের দিকে ঝুঁকেন। পাট বীজের জন্য জমি রাখলে আঁশের মান কমে যায়, আর দেশে জমির পরিমাণও সীমিত। ফলে স্থানীয়ভাবে সম্পূর্ণ চাহিদা পূরণ করা সম্ভব হচ্ছে না।”
নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “নির্বাচনের প্রস্তুতি আমরা সঠিক সময়েই নিচ্ছি। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে আমাদের কোনো অসুবিধা হবে না। প্রধান উপদেষ্টা যে সময়সীমা নির্ধারণ করেছেন, সেই অনুযায়ী আমরা প্রস্তুত।”
অস্ত্র উদ্ধারের বিষয়ে তিনি বলেন, “এটি একটি চলমান প্রক্রিয়া। প্রতিদিনই কোথাও না কোথাও অস্ত্র উদ্ধার হচ্ছে। আমরা আশা করছি, নির্বাচনের আগে প্রায় সব অবৈধ অস্ত্র উদ্ধার করা সম্ভব হবে।”
বিদেশি অস্ত্র অনুপ্রবেশ ঠেকানো প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “নির্বাচনের সময় বিভিন্ন দেশ থেকে অস্ত্র ঢোকার প্রবণতা আগে ছিল। এবারও তা ঠেকাতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শুধুমাত্র নির্বাচনকেন্দ্রিক নয়, সারাবছরই যাতে অস্ত্র না ঢোকে সে জন্য কাজ করছি।”
সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রোপাগান্ডা ছড়ানোর বিষয়ে এক প্রশ্নে তিনি বলেন, “বর্তমানে দেশে বাক ও মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। আগে যা বলা যেত না, এখন তা প্রকাশ করা সম্ভব হচ্ছে।”
সীমান্ত নিরাপত্তা প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “আমাদের সীমান্ত এখন পুরোপুরি নিরাপদ। সীমান্ত এলাকার জনগণ অত্যন্ত সচেতন। আমরা সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ নজরদারি বজায় রাখছি।”
বিএডিসির পরিদর্শন শেষে উপদেষ্টা রাজধানীর দারুস সালাম থানা পরিদর্শন করেন। সাংবাদিকদের তিনি জানান, “মোহাম্মদপুর ও মিরপুর এলাকায় অপরাধপ্রবণতা তুলনামূলকভাবে বেশি। কিছুদিনের মধ্যে এটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে আমরা আশাবাদী।” এ ক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেন তিনি।
থানার অবকাঠামোগত সংকট প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “ঢাকার ৫০টি থানার মধ্যে ২৫টি এখনও ভাড়াবাড়িতে পরিচালিত হচ্ছে। তবে আগামী সেপ্টেম্বর থেকে নিজস্ব ভবনে ৮টি থানার কাজ শুরু হবে। জায়গার সংকট থাকায় এই সমস্যা তৈরি হয়েছে।”
পরিদর্শনে কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানও উপস্থিত ছিলেন।