তুরস্কে দাবানলে ১০ বনকর্মী-উদ্ধারকর্মীর মৃত্যু
তুরস্কের পশ্চিমাঞ্চলীয় এসকিসেহিরের কাছে ভয়াবহ দাবানল নেভাতে গিয়ে অন্তত ১০ জন বনকর্মী ও উদ্ধারকর্মী প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন বনকর্মী এবং পাঁচজন উদ্ধারকর্মী রয়েছেন বলে নিশ্চিত করেছেন দেশটির কৃষিমন্ত্রী ইব্রাহিম ইউমাকলি। খবর দ্য গার্ডিয়ান ও আল জাজিরার। এর আগে স্থানীয় সংসদ সদস্য নেবি হাতিপোগলু এবং তুর্কি সংবাদমাধ্যম বারগুন দাবি করেছিল, এ ঘটনায় ১১ জনের মৃত্যু হয়েছে।