আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করলেন এমপিওভুক্ত শিক্ষকরা
বাড়িভাড়া ২০ শতাংশ বৃদ্ধিসহ কয়েকটি দাবিতে রবিবার (১৯ অক্টোবর) ভুখা মিছিল করেছেন এমপিওভুক্ত শিক্ষকরা। পুলিশের বাধা পেয়ে তারা আবার কেন্দ্রীয় শহীদ মিনারে ফিরে যান। সেখান থেকে বেতনের ওপর ২০ শতাংশ বাড়ি ভাড়াসহ তিন দফা দাবি আদায়ে সোমবার (২০ অক্টোবর) থেকে আমরণ অনশনের ঘোষণা দিয়েছেন শিক্ষকরা।