সেন্ট মার্টিন খোলা, তবে প্রথম দিনে কোনো পর্যটক যায়নি
কক্সবাজার থেকে প্রায় নয় মাস বন্ধ থাকার পর অবশেষে খুলে দেওয়া হলো দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্ট মার্টিন। শনিবার (১ নভেম্বর) থেকে সেন্ট মার্টিন পর্যটকদের জন্য খুলে দেয়া হলেও দ্বীপে কোনো পর্যটক পৌঁছায়নি। কারণ কোনো জাহাজ মালিকই পর্যটক পরিবহনের অনুমতি নেননি। সরকারের পরিবেশ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, নভেম্বর মাসে পর্যটকদের কেবল দিনে গিয়ে দিনে ফেরার শর্তে সেন্ট মার্টিনে ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছে। তবে দ্বীপে ওঠানামার একমাত্র জেটিঘাটের সংস্কারকাজ শেষ না হওয়ায় পর্যটকবাহী জাহাজ ঘাটে ভিড়তে পারছে না।