বঙ্গবন্ধু-জিয়াউর রহমানকে নিয়ে আপোস নয়: কাদের সিদ্দিকী
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমানকে নিয়ে কোনো আপোষ করা হবে না বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী। সম্প্রতি একটি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। কাদের সিদ্দিকী বলেন, ‘আমরা নতুন করে স্বাধীনতা বানাতে চাই না। বাংলাদেশ নিয়ে কোনো আপোষ হবে না। যারা ভালো থাকবে, যারা কথা দিয়ে কথা রাখবে, যারা মানুষের সঙ্গে ভালো আচরণ করবে এবং মানুষকে আপন ভাববে আমি তাদের গোলামি করবো। আমার কাছে এক নম্বর হলো আল্লাহর গোলামি, আর দুই নম্বর মানুষের গোলামি। এর মাঝখানে কিছু নেই।’