৯২৫ কোটি টাকার সেতু উদ্বোধনের পরদিনই ক্যাবল চুরি
গাইবান্ধা ও কুড়িগ্রামের মানুষের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটানো তিস্তা দ্বিতীয় সেতু উদ্বোধনের একদিন না পেরোতেই চুরি হয়েছে প্রায় ৩০০ মিটার বৈদ্যুতিক ক্যাবল। ফলে সন্ধ্যার পর থেকেই সেতুর ওই অংশ অন্ধকারে ঢেকে যাচ্ছে। বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে সেতুর বাতি জ্বালানোর চেষ্টা করলে ক্যাবল চুরির বিষয়টি ধরা পড়ে। এর আগে বুধবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সেতুটি উদ্বোধন করেন।