জামায়াত আমিরকে বাইপাস সার্জারির পরামর্শ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হৃদযন্ত্রে তিনটি প্রধান রক্তনালিতে ব্লক ধরা পড়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার এনজিওগ্রাম করার পর চিকিৎসকরা এ তথ্য জানান।
বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, তার এই শারীরিক অবস্থায় বাইপাস সার্জারি করানো সবচেয়ে যুক্তিযুক্ত সিদ্ধান্ত হতে পারে। বিকল্প চিকিৎসা হিসেবে স্টেন্টিং বা ‘রিং পরানো’র বিষয়টিও বিবেচনায় রাখা হয়েছে। তবে এখনো এ বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
দলীয় সূত্র জানিয়েছে, দেশের চিকিৎসাকেই প্রাধান্য দিচ্ছেন জামায়াত আমির। তিনি মনোবল হারাননি এবং নিয়মিত রাজনৈতিক কর্মসূচিতেও অংশ নিচ্ছেন। এমনকি গতকাল জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় অংশ নিয়ে বক্তব্যও দিয়েছেন।
এর আগে, গত ১৯ জুলাই জাতীয় সমাবেশে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। পরবর্তীতে হাসপাতাল থেকে ছাড়পত্র পেলেও তিনি ফলোআপ চিকিৎসা নিচ্ছেন এবং এনজিওগ্রামসহ বিভিন্ন পরীক্ষার মাধ্যমে হৃদরোগের জটিলতা ধরা পড়ে।
তার সুস্থতা কামনায় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হচ্ছে। দলের নেতাকর্মীদের মধ্যে আমিরের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ বিরাজ করছে। তবে চিকিৎসকদের পর্যবেক্ষণে তিনি বর্তমানে স্থিতিশীল এবং সীমিত পরিসরে কর্মসূচিতে অংশ নিচ্ছেন।
এ বিষয়ে ইবনে সিনা হাসপাতালের সিজিএম জাহিদুর রহমান জানিয়েছেন, বাইপাস সার্জারির সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি। তিনি বলেন, “গতকালও তো উনি সভায় অংশ নিয়েছেন ও বক্তব্য দিয়েছেন। তার মানে এই মুহূর্তে অবস্থা নিয়ন্ত্রণে রয়েছে।”



























