বুধবার, ০৬ আগস্ট ২০২৫

|২০ শ্রাবণ ১৪৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২৬, ২১ জুলাই ২০২৫

আদালতে নিজের ফুটবল একাডেমির খোঁজ নিলেন ব্যারিস্টার সুমন

আদালতে নিজের ফুটবল একাডেমির খোঁজ নিলেন ব্যারিস্টার সুমন
ছবি: সংগৃহীত

হত্যাচেষ্টা মামলার শুনানির জন্য আদালতে হাজির হওয়ার পর নিজের প্রতিষ্ঠিত ‘ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমির’ খোঁজখবর নিয়েছেন হবিগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন।

সোমবার (২১ জুলাই) ঢাকার মহানগর হাকিম আদালতে হাজির করা হলে তিনি একাডেমির অধিনায়ক সৈকত হেলালের সঙ্গে কথা বলেন এবং একাডেমির বর্তমান পরিস্থিতি জানতে চান।

২০২০ সালে কোভিড মহামারির সময় গড়ে তোলা এই ফুটবল একাডেমির মাধ্যমে সুমন তৃণমূলের সম্ভাবনাময় খেলোয়াড়দের তুলে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। মাঝে মাঝে জাতীয় পর্যায়ের কোচদের এনে প্রশিক্ষণেরও ব্যবস্থা করেছিলেন তিনি।

সোমবার সকালে জুলাই আন্দোলনের সময় মুগদার মানিকনগরে আইনজীবী আবদুল বাছেদ শামীমকে হত্যাচেষ্টা মামলায় ব্যারিস্টার সুমনসহ আরও সাতজনকে গ্রেপ্তার দেখায় আদালত। শুনানির সময় ব্যারিস্টার সুমন কাঠগড়ায় দাঁড়িয়ে বলেন, ‘আমি ভালো আছি। দোয়া করবেন।’

তিনি আরও বলেন, ‘প্রতিশোধের আগুনে শুধু আমরা পুড়ছি না, পুরা দেশ ধ্বংস হয়ে গেছে। নতুন প্রজন্মের স্বপ্নের সঙ্গে বেঈমানি করা হয়েছে।’

আদালত থেকে বের হওয়ার সময় তিনি বলেন, ‘দেশটা পুড়ায় ফেলছে তারা। দেশটাকে বাঁচান। ভালো থাকেন, দেশটা ভালো থাকুক।’

ব্যারিস্টার সুমন ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীকে হারিয়ে হবিগঞ্জ-৪ আসন থেকে স্বতন্ত্র সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে তার জনকল্যাণমূলক কার্যক্রমের জন্য তিনি আলোচিত হয়ে ওঠেন।

গত বছরের ২১ অক্টোবর তাকে গ্রেপ্তার করা হয়। ১৮ জুলাই গুলিবিদ্ধ হন অ্যাডভোকেট বাছেদ শামীম। এ ঘটনায় তিনি ২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫১ জনের বিরুদ্ধে মামলা করেন, যার একজন আসামি ব্যারিস্টার সুমন।
 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ