রোববার, ১৬ নভেম্বর ২০২৫

|১ অগ্রাহায়ণ ১৪৩২

শীর্ষ সংবাদ:

মেক্সিকোতে জেন-জি বিক্ষোভে রণক্ষেত্র, আহত শতাধিক
বিএনপির প্রার্থী তালিকায় ৮৫% উচ্চশিক্ষিত
রাজধানীর ইস্কাটনে ককটেল বিস্ফোরণ, আহত ১
কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতে রাষ্ট্র সংস্কারই একমাত্র পথ: আখতার হোসেন
এতবার মৃত্যুদণ্ডের নজির বাংলাদেশে নেই: বাবর
জুলাই আন্দোলনে মুখমণ্ডল হারানো খোকন শেরপুর-২ আসনে এনসিপির প্রার্থী
লিবিয়া উপকূলে ফের নৌকাডুবি, ৪ বাংলাদেশির লাশ উদ্ধার
শেখ হাসিনার রায়কে ঘিরে সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে অবস্থানরত বাংলাদেশী ভোটার, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ IT সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন।
এ বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন-www.ecs.gov.bd এবং নির্বাচন কমিশনের ইউটিউব চ্যানেলে- @BangladeshECS চোখ রাখুন।

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:২৯, ১৫ জুলাই ২০২৫

প্রাথমিকে প্রধান শিক্ষক শূন্যপদে দ্রুত নিয়োগ সম্পন্নের নির্দেশ

প্রাথমিকে প্রধান শিক্ষক শূন্যপদে দ্রুত নিয়োগ সম্পন্নের নির্দেশ
ছবি: সংগৃহীত

দেশের সরকারি ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক শূন্যপদে দ্রুত নিয়োগ সম্পন্নের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (১৪ জুলাই) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।

বৈঠকে উপদেষ্টা ড. বিধান রঞ্জন রায় পোদ্দার জানান, অবকাঠামো উন্নয়ন হলেও প্রাথমিক শিক্ষার মান আশানুরূপ বাড়েনি। কিছু স্কুলের মান ভালো হলেও অনেক স্কুল পিছিয়ে আছে। মূল্যায়নে দেখা গেছে, যেখানে প্রধান শিক্ষক দক্ষ, শিক্ষকদের মধ্যে ভালো সমন্বয় রয়েছে, সেখানে শিক্ষার মান তুলনামূলক ভালো।

প্রধান উপদেষ্টা জানান, প্রধান শিক্ষক নিয়োগে যোগ্যতা ও অভিজ্ঞতাকে প্রাধান্য দিতে হবে। দীর্ঘদিন শিক্ষকতা করছেন এমনদের পাশাপাশি তরুণ শিক্ষকরাও সুযোগ পাবেন।

তিনি দ্রুততম সময়ে পিএসসি’র সঙ্গে সমন্বয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়ার নির্দেশ দেন। একইসঙ্গে শিক্ষক বদলির জন্য সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের ওপর জোর দেন, যাতে তদবির নির্ভরতা কমে।

প্রধান উপদেষ্টা বলেন, ‘শুধু নিয়োগ নয়, স্কুলগুলোতে নারীবান্ধব অবকাঠামো নিশ্চিত করাও জরুরি। ভবন নির্মাণে কমিটিতে নারী স্থপতি রাখার পরামর্শ দেন তিনি।’

তিনি আরও নির্দেশ দেন, সকল প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট সংযোগ ও মাল্টিমিডিয়া শ্রেণিকক্ষ তৈরির কাজ দ্রুত এগিয়ে নিতে হবে।

এই বৈঠকে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব সিরাজ উদ্দিন মিয়া, মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ