মালয়েশিয়ায় ড. ইউনূসকে লাল গালিচা সংবর্ধনা

তিন দিনের রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
সোমবার (১১ আগস্ট) স্থানীয় সময় রাত ৭টা ৫০ মিনিটে কুয়ালালামপুরে পৌঁছালে মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল বিমানবন্দরে তাকে লাল গালিচায় অভ্যর্থনা ও গার্ড অব অনার প্রদান করেন।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, সফরের মূল আলোচ্য বিষয় হবে অভিবাসন, বিনিয়োগ, শ্রমবাজার সম্প্রসারণ ও দ্বিপাক্ষিক বাণিজ্য।
১২ আগস্ট মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকে বসবেন ইউনূস। বৈঠক শেষে সম্ভাব্য ৫টি সমঝোতা স্মারক (এমওইউ) ও ৩টি নোট অব এক্সচেঞ্জ সই হতে পারে।
এছাড়া, ওইদিনই একটি ব্যবসায়িক সম্মেলনে অংশ নেবেন এবং ১৩ আগস্ট ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়া (ইউকেএম) থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করবেন। প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভাতেও যোগ দেবেন তিনি।
সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে রয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, ড. আসিফ নজরুল, ফাওজুল কবির খান, ড. খলিলুর রহমান, লুৎফে সিদ্দিকী ও বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন।
প্রধান উপদেষ্টা ১৩ আগস্ট দেশে ফিরবেন।