মিরপুরে ককটেল বিস্ফোরণে শিশু আহত
রাজধানীর মিরপুরে আনসার ক্যাম্প বিহারি পাড়ায় কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে তামিম হোসেন (১০) নামে এক শিশু আহত হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। শিশু তামিম স্থানীয় মাদ্রাসায় শিশু শ্রেণিতে পড়ে।
স্থানীয়রা আহত অবস্থায় তামিমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে হাসপাতালের ৪ নম্বর ওয়ার্ডে তার চিকিৎসা চলছে।আহত তামিম আনসার ক্যাম্প এলাকার বাসিন্দা আনোয়ারের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্য থেকে জানা যায়, সকালে মসজিদের পাশে খেলাধুলা করার সময় তামিম ককটেল জাতীয় একটি বিস্ফোরক বস্তু পায়। না বুঝে সেটি হাতে নিয়ে নাড়াচাড়া করার একপর্যায়ে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে তার ডান হাত ও পেটের ডান পাশ মারাত্মকভাবে দগ্ধ হয়।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘আহত শিশুটি বর্তমানে চিকিৎসাধীন।’ চিকিৎসকের বরাত দিয়ে তিনি আরো বলেন, ‘শিশুটির অবস্থা গুরুতর। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।’
সদ্য সংবাদ/এসএইচ



























