বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১৩:৫২, ২২ আগস্ট ২০২৫

গেন্ডারিয়ায়  ট্রান্সফরমার বিস্ফোরণে ছেলে মৃত্যু, হাসপাতালে বাবা-মা

গেন্ডারিয়ায়  ট্রান্সফরমার বিস্ফোরণে ছেলে মৃত্যু, হাসপাতালে বাবা-মা

রাজধানীর গেন্ডারিয়ায় এক ট্রান্সফরমার বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে মেজবাহ উদ্দিন (২৮) মৃত্যুবরণ করেছেন। তাঁর শরীর ১০০ শতাংশ দগ্ধ ছিল। অন্য দুজনের অবস্থাও আশঙ্কাজনক।

দুর্ঘটনা ঘটেছে বৃহস্পতিবার (২ আগস্ট) দিবাগত রাত দুইটার দিকে। দগ্ধরা হলেন মোসলেম উদ্দিন (৬৫) ও তাঁর স্ত্রী সালমা বেগম (৫০)। পরিবার সূত্রে জানা গেছে, তারা বাসাটির দ্বিতীয় তলায় থাকেন। পাশের ট্রান্সফরমারে মাঝরাতে বিস্ফোরণ ঘটে এবং আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয়রা ভোরে তাদের উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসেন।

বার্ন ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ সিকদার জানান, মোসলেম উদ্দিনের শরীরের ৯০ শতাংশ, সালমা বেগমের ৫৫ শতাংশ এবং মেজবাহ উদ্দিনের ১০০ শতাংশ দগ্ধ হয়েছে। এছাড়া তাদের শ্বাসনালীতেও ক্ষতিগ্রস্ত হয়েছে।
 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ