নাটকীয় সমীকরণে রংপুরের দুর্দান্ত জয়
শেষ ১২ বলে দরকার ছিল মাত্র ২০ রান। টি-টোয়েন্টি ক্রিকেটে এ লক্ষ্য খুব একটা বড় নয়। গায়ানা আমাজন ওয়ারিয়র্সের জন্যও সেটি ছিল নাগালের মধ্যেই। ১৯তম ওভারে খালেদ আহমেদের প্রথম বলেই চার মেরে চাপ কমিয়ে দেন ডেভিড ভিসা। এরপর ডোয়াইন প্রিটোরিয়াসের ছক্কায় ম্যাচ অনেকটাই গায়ানার দিকে ঝুঁকে পড়ে। কিন্তু সেই ওভারেই খালেদের শেষ দুই বলে দুই ব্যাটার ফেরায় ম্যাচের চিত্র পাল্টে যায় নাটকীয়ভাবে।