‘বাবা’ ডাক শোনার আগেই হারিয়ে যান তারেক
দেড় বছরের শিশু আরিয়ান আহমদ রাফির মুখে এখনো পুরোপুরি কথা ফোটেনি। তবু আধো আধো স্বরে ‘বাবা বাবা’ বলে ডাকে সে। অথচ অবুঝ এই শিশুটি জানে না, সে যখন ‘বাবা’ বলার চেষ্টা করছে, তখন তার বাবা আর পৃথিবীতে নেই। গত বছরের ৫ আগস্ট সিলেটের বিয়ানীবাজার পৌর শহরে স্বৈরাচার পতনের বিজয়োৎসবের সময় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন আরিয়ানের বাবা তারেক আহমদ (২৯)। মৃত্যুর সময় চার মাস বয়সী আরিয়ান এবং স্ত্রী ছামিয়া আক্তারকে রেখে যান তিনি।