তামিলনাড়ুতে ডিজেলবোঝাই ট্রেনে ভয়াবহ আগুন
ভারতের তামিলনাড়ুর তিরুভাল্লুর রেলস্টেশনের কাছে একটি ডিজেলবোঝাই মালগাড়িতে ভয়াবহ আগুন লেগেছে, যার ফলে ট্রেনের চারটি বগি পুড়ে গেছে। রোববার (১৩ জুলাই) ভোর সাড়ে পাঁচটার দিকে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ বিস্ফোরণের মতো শব্দের সঙ্গে দাউ দাউ করে জ্বলে ওঠে ট্রেনটি। কয়েক মুহূর্তের মধ্যে আগুন চারটি বগিতে ছড়িয়ে পড়ে এবং আকাশে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী উড়ে যায়।