‘বিএনপি সরকারি আদেশ বা আদালতের রায়ে কোন দল নিষিদ্ধ করার পক্ষে নয়’
বিএনপি কখনোই সরকারি আদেশ বা আদালতের রায়ের মাধ্যমে কোনো দল নিষিদ্ধ করার পক্ষে নয়। কে রাজনীতিতে থাকবে আর কে থাকবে না, সেই সিদ্ধান্ত জনগণই নেবে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, তবে দেশে যারা গুম, এনকাউন্টার ও আয়নাঘরের মতো বিচারহীনতার সংস্কৃতি প্রতিষ্ঠা করেছে, তাদের বিচার নিশ্চিত করা বিএনপির প্রধান লক্ষ্য।