সাভারে ড্যাফোডিল ও সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, অগ্নিসংযোগ
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২৬ অক্টোবর) গভীর রাতে এ সংঘর্ষে আশুলিয়ার খাগান এলাকায় অগ্নিসংযোগ ও ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যার দিকে ড্যাফোডিলের এক শিক্ষার্থীর সঙ্গে সিটি ইউনিভার্সিটির কয়েকজন শিক্ষার্থীর অশোভন আচরণকে কেন্দ্র করে প্রথমে কথা-কাটাকাটি হয়। পরে রাত ৯টার দিকে সিটি ইউনিভার্সিটির প্রায় অর্ধশতাধিক শিক্ষার্থী দেশীয় অস্ত্র, লাঠি ও ইটপাটকেল নিয়ে ব্যাচেলর প্যারাডাইসের সামনে অবস্থিত ড্যাফোডিল শিক্ষার্থীদের এক আবাসিক ভবনে হামলা চালায়। এতে কয়েকজন আহত হন এবং ভবনের বিভিন্ন অংশে ভাঙচুর চালানো হয়।