বুধবার, ০১ অক্টোবর ২০২৫

|১৪ আশ্বিন ১৪৩২

সবজি বাজার

সবজি বাজার

সবজির দাম আকাশছোঁয়া, ক্রেতাদের হাঁসফাঁস

সবজির দাম আকাশছোঁয়া, ক্রেতাদের হাঁসফাঁস

রাজধানীসহ দেশের বিভিন্ন বাজারে সবজির দামে কোনোভাবেই স্বস্তি ফেরেনি। টানা কয়েক সপ্তাহ ধরে উচ্চমূল্যে ক্রেতাদের নাভিশ্বাস উঠেছে। অনেকের অভিযোগ, বাজারে গেলেই নতুন ধাক্কার মুখে পড়তে হচ্ছে। যে সবজি একসময় সাধারণ মানুষের নিয়মিত খাবারের অংশ ছিল, এখন তা বিলাসপণ্যের মতো হয়ে দাঁড়িয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে রাজধানীর যাত্রাবাড়ী ও শ্যামপুর বাজার ঘুরে দেখা যায়, করলা কেজিপ্রতি বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৩০ টাকায়, ঢেড়শ ১০০ থেকে ১১০ টাকা। কাঁকরোল, বেগুন, ধুন্দল, চিচিঙ্গা, ঝিঙে বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়, আর শিম ও টমেটোর দাম পৌঁছেছে ১২০ টাকায়। তুলনামূলকভাবে কিছুটা কম দামে পাওয়া যাচ্ছে পেঁপে ও আলু। তবে আলুর দামও আগের তুলনায় কেজিতে পাঁচ টাকা বেড়েছে।