সোমবার, ২৭ অক্টোবর ২০২৫

|১০ কার্তিক ১৪৩২

সতর্কতা জারি

সতর্কতা জারি

সারাদেশে পুলিশের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

সারাদেশে পুলিশের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ তৈরি হয়েছে। এমন প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ স্থাপনা বা ‘কি পয়েন্ট ইনস্টলেশন’ (কেপিআই) লক্ষ্য করে হামলার আশঙ্কা বিবেচনায় সারাদেশে পুলিশের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পুলিশ সদর দপ্তর থেকে কেপিআই এলাকাগুলোর নিরাপত্তা জোরদারের নির্দেশনা জারি করা হয়। নির্দেশনা অনুযায়ী দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোয় টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। মাঠপর্যায়ের কর্মকর্তাদের সম্ভাব্য নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্ক থাকার মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে।