রোববার, ২৬ অক্টোবর ২০২৫

|১০ কার্তিক ১৪৩২

পররাষ্ট্র মন্ত্রণালয়

পররাষ্ট্র মন্ত্রণালয়

ইসরায়েলের পশ্চিম তীর দখল নীতির কঠোর নিন্দা বাংলাদেশের

ইসরায়েলের পশ্চিম তীর দখল নীতির কঠোর নিন্দা বাংলাদেশের

ইসরায়েলের সংসদ ভবন নেসেটে ফিলিস্তিনের পশ্চিম তীরকে তাদের দেশের সঙ্গে যুক্ত করার বিল অনুমোদনের পদক্ষেপকে কঠোরভাবে নিন্দা জানিয়েছে বাংলাদেশ। শুক্রবার (২৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে অধিকৃত পশ্চিম তীরের ওপর ‘ইসরায়েলি সার্বভৌমত্ব’ চাপিয়ে দেওয়ার লক্ষ্যে তেল আবিবের প্রচেষ্টার তীব্র নিন্দা জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েল অবৈধ বসতি সম্প্রসারণের মাধ্যমে দখলদারিত্ব অব্যাহত রাখছে, যা আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ ও নিরাপত্তা পরিষদের প্রস্তাব ২৩৩৪ এর সুস্পষ্ট লঙ্ঘন।