বন্দরে গেট ফি বৃদ্ধি: টানা চতুর্থদিনেও ট্রেইলার চলাচল বন্ধ
চট্টগ্রাম বন্দরে গেট ফি বৃদ্ধির প্রতিবাদে কনটেইনার পরিবহনকারী ট্রেইলার মালিক ও শ্রমিকদের টানা চতুর্থ দিনের ধর্মঘট অব্যাহত রয়েছে। ১৫ অক্টোবর থেকে শুরু হওয়া এই ধর্মঘটের ফলে বন্দরে কনটেইনার ডেলিভারি কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। গত ১৩ অক্টোবর গেট ফি ৫৭.৫০ টাকা থেকে প্রায় ৩০০% বৃদ্ধি বৃদ্ধি করে ২০০ টাকা (+ ১৫% ভ্যাট), মোট ২৩০ টাকা নির্ধারণ করা হয় একটি অফিস আদেশ জারি করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এই সিদ্ধান্ত মালিক ও শ্রমিকদের সঙ্গে আলোচনা না করেই জারি করা হয়েছে অভিযোগ করে ১৫ অক্টোবর থেকে ট্রেইলার চলাচল বন্ধ করে দেয় মালিক ও শ্রমিকরা।