ঘূর্ণিঝড় ‘মোন্থা’: ৪ সমুদ্রবন্দরে সতর্কতা জারি
ঘূর্ণিঝড় ‘মোন্থা’: চার সমুদ্রবন্দরে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারী সংকেতদক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। ঘূর্ণিঝড়টির নাম রাখা হয়েছে ‘মোন্থা’। এটি বর্তমানে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। রবিবার (২৭ অক্টোবর) সকাল পর্যন্ত আবহাওয়া অধিদপ্তর জানায়, ঘূর্ণিঝড়টি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে এবং আরও ঘনীভূত হতে পারে। এটির প্রভাবে সমুদ্র ক্রমেই উত্তাল হয়ে উঠছে।