ইমপোর্ট কুরিয়ার সেকশন থেকে সূত্রপাতের সম্ভাবনা: বেবিচক চেয়ারম্যান
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ইমপোর্ট কুরিয়ার সেকশন থেকে আগুনের সূত্রপাত হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক। তবে তিনি নিশ্চিত করে বলেন, আগুনের প্রকৃত কারণ এখনো তদন্তাধীন। মঙ্গলবার (২১ অক্টোবর) বেলা ১১টায় বেবিচক সদর দপ্তরে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে এমনটা জানান চেয়ারম্যান মোস্তফা মাহমুদ সিদ্দিক।