যুক্তরাষ্ট্রের মন্টানায় বিমান বিধ্বস্ত, আরোহীদের সবাই নিহত হওয়ার আশঙ্কা
“বিমান দুর্ঘটনায় কেউ বেঁচে গেছেন বলে মনে হচ্ছে না।” তিনি আরও জানান, বিধ্বস্ত হওয়ার পরপরই বিমানটিতে আগুন ধরে যায় এবং লিঙ্কন স্বেচ্ছাসেবক অগ্নিনির্বাপক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বিমানটিতে কতজন যাত্রী বা ক্রু ছিলেন এবং তাদের পরিচয় কী, তা এখনো নিশ্চিত করা যায়নি। বিধ্বস্ত বিমানের ধরনও শনাক্তের কাজ চলছে। শেরিফ ডাটন বলেন, “আমরা প্রাথমিক তথ্যের ভিত্তিতে কাজ করছি। সব তথ্য যাচাই শেষে বিস্তারিত জানানো হবে।”