শিক্ষা সচিব সিদ্দিক জোবায়ের প্রত্যাহার

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।
এদিন দুপুর থেকেই রাজধানীতে সচিব সিদ্দিক জোবায়ের এবং অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার)-এর পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু করে ঢাকা কলেজ, সিটি কলেজ, আইডিয়াল কলেজসহ বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।
বিক্ষোভকারীরা প্রথমে সায়েন্সল্যাব এলাকায় জড়ো হয়ে স্লোগান দেন এবং পরে মিছিল নিয়ে শিক্ষা ভবনের দিকে অগ্রসর হন। সেখানে তারা ভবনের ভেতরে ঢোকার চেষ্টা করেন। পরে শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে এসে অবস্থান নেন।
বিকেল পৌনে ৪টার দিকে উত্তেজিত শিক্ষার্থীরা সচিবালয়ের গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। তবে দ্রুতই পুলিশ লাঠিচার্জ করে তাদের সরিয়ে দেয়।
দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের স্মরণে পালিত আন্দোলন থেকে দ্রুতই সরকারি দায়িত্বশীলদের জবাবদিহির দাবিতে রূপ নেয় শিক্ষার্থীদের আন্দোলন। অনেকেই এই ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের ‘চরম অবহেলা ও ব্যর্থতা’কে দায়ী করছেন।
সরকারি সূত্রে জানানো হয়, ঘটনার পরিপ্রেক্ষিতে পরিস্থিতি স্বাভাবিক করতে এবং শিক্ষার্থীদের ক্ষোভ প্রশমনে সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করা হয়েছে।
চলমান পরিস্থিতি নিয়ে মন্ত্রণালয় ও সরকার আরও কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা দিতে পারে বলেও ইঙ্গিত মিলেছে।