মঞ্চে নিষিদ্ধ ছাত্রলীগ ও জামায়াতের নেতারা, তোপের মুখে সারজিস আলম
মানিকগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয় সভায় দুই নেতার মধ্যে বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে। উত্তাল এই ঘটনা ঘটে সোমবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় মানিকগঞ্জ শহরের সিটি ড্রিম হোটেল মিলনায়তনে অনুষ্ঠিত সমন্বয় সভায়। প্রত্যক্ষদর্শীদের মতে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক জেলা আহ্বায়ক ওমর ফারুক সমন্বয় সভার মঞ্চে উপস্থিত এক ব্যক্তিকে ‘দালাল’ আখ্যা দিয়ে আপত্তি জানান। তিনি অভিযোগ করেন, মঞ্চে নিষিদ্ধ ছাত্রলীগ ও জামায়াতের নেতারা কেন উপস্থিত।