জামালপুর শেরপুর ফেরিঘাটে জমে উঠতে শুরু করেছে পশুর হাট

কোরবানির ঈদ সামনে রেখে জমে উঠতে শুরু করেছে দেশের বিভিন্ন প্রান্তের পশুর হাট। সময় যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে ক্রেতা-বিক্রেতার উপস্থিতি, বাড়ছে বেচাকেনার ধুম।
জামালপুর শেরপুরের মধ্যে অন্যতম একটি হাট এটি। জামালপুর ও শেরপুরসহ বিভিন্ন স্থান থেকে এখানে ব্যাপারীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। দেশি ও বিদেশি নানা জাতের গরু, মহিষ, ছাগলসহ কোরবানি যোগ্য পশু নিয়ে হাজির হয়েছেন বিক্রেতারা।
হাটে আগত একজন বেপারী সদ্য সংবাদকে জানান 'এবার ভালো গরু এনেছি, দামও খুব একটা বেশি না। আশা করছি ভালো বিক্রি হবে।'
হাটে আগত একজন ক্রেতা সদ্য সংবাদকে জানান 'দাম একটু বেশি মনে হচ্ছে, তবে গরুর মানও ভালো। একটু দরদাম করে নিচ্ছি।'
হাটের দায়িত্বে থাকা পরিচালনা কমিটি থেকে জানা যায় ঈদের আর মাত্র ক’দিন বাকি। ইতিমধ্যে জমজমাট হয়ে উঠতে শুরু করেছে হাট। ঈদের আরও ৬ দিন বাকি থাকলেও অনেক ক্রেতাই তাদের পছন্দের কোরবানির পশু ক্রয় করছে। আশা করছি বাকিদিনগুলোতে কেনা বেচা আমাদের প্রত্যাশা অনুযায়ী হবে।
এদিকে হাটকে ঘীরে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে নানা নিরাপত্তা ব্যবস্থা।