শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

|২২ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

একদিনের চাঁদাবাজির টাকা দিয়ে প্রতিদিন গণভোট আয়োজন সম্ভব: ডা. তাহের
ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত অবস্থার তথ্য চেয়েছে ইসি
জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাস মেলা শুরু
দাবি না মানলে ১১ নভেম্বর রাজধানীর চিত্র ভিন্ন হবে: গোলাম পরওয়ার
পিআর পদ্ধতিতে সরকার গঠন না-ও হতে পারে: খন্দকার মোশাররফ
গুম প্রতিরোধে মৃত্যুদণ্ডের বিধান রেখে অধ্যাদেশের অনুমোদন
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে অবস্থানরত বাংলাদেশী ভোটার, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ IT সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন।
এ বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন-www.ecs.gov.bd এবং নির্বাচন কমিশনের ইউটিউব চ্যানেলে- @BangladeshECS চোখ রাখুন।

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০৪, ১২ অক্টোবর ২০২৫

কোয়ার্টারে মেক্সিকোর হার, সেমিফাইনালে আর্জেন্টিনা

কোয়ার্টারে মেক্সিকোর হার, সেমিফাইনালে আর্জেন্টিনা
ছবি: সংগৃহীত

ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছে আর্জেন্টিনার যুবারা। এবার কোয়ার্টার ফাইনালে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে চারবারের চ্যাম্পিয়নরা।

চিলির সান্তিয়াগোর জুলিও মার্তিনেজ প্রাদানোস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দাপটের সঙ্গে খেলেছে আর্জেন্টিনা। প্রথমার্ধের নবম মিনিটেই মেক্সিকান গোলকিপারের ভুলের সুযোগ নিয়ে দলকে এগিয়ে দেন মাহের কারিজো। বল দখলে নিয়েই ঠাণ্ডা মাথায় শট নিয়ে গোল করেন এই তরুণ ফরোয়ার্ড। এটি ছিল টুর্নামেন্টে তার তৃতীয় গোল।

গোল হজম করে কিছুটা চাপে পড়ে মেক্সিকো। তবে আর্জেন্টিনার রক্ষণভাগের দৃঢ়তায় তাদের বেশিরভাগ আক্রমণই ভেসে যায় মাঝপথে। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামা মাতেও সিলভেত্তি ৫৬তম মিনিটে অসাধারণ শটে স্কোরলাইন ২-০ করেন। এটি টুর্নামেন্টে ইন্টার মায়ামির এই তরুণ উইঙ্গারের দ্বিতীয় গোল।

শেষ পর্যন্ত মেক্সিকো কোন গোল করতে না পারায় জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা। ২০০৭ সালের পর এই প্রথম তারা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের সেমিফাইনালে উঠল। সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে কলম্বিয়া। এদিকে, কোয়ার্টার ফাইনালে স্পেনকে ৩-২ গোলে হারিয়ে সেমিফাইনালে বেশ আত্মবিশ্বাসী কলম্বিয়ান তরুণরা। ফলে, বুধবারের ম্যাচটি হতে যাচ্ছে লাতিন আমেরিকার দুই শক্তিশালী দলের এক জমজমাট লড়াই।

সদ্য সংবাদ/এমটি

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ