কোয়ার্টারে মেক্সিকোর হার, সেমিফাইনালে আর্জেন্টিনা
ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছে আর্জেন্টিনার যুবারা। এবার কোয়ার্টার ফাইনালে মেক্সিকোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে চারবারের চ্যাম্পিয়নরা।
চিলির সান্তিয়াগোর জুলিও মার্তিনেজ প্রাদানোস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই দাপটের সঙ্গে খেলেছে আর্জেন্টিনা। প্রথমার্ধের নবম মিনিটেই মেক্সিকান গোলকিপারের ভুলের সুযোগ নিয়ে দলকে এগিয়ে দেন মাহের কারিজো। বল দখলে নিয়েই ঠাণ্ডা মাথায় শট নিয়ে গোল করেন এই তরুণ ফরোয়ার্ড। এটি ছিল টুর্নামেন্টে তার তৃতীয় গোল।
গোল হজম করে কিছুটা চাপে পড়ে মেক্সিকো। তবে আর্জেন্টিনার রক্ষণভাগের দৃঢ়তায় তাদের বেশিরভাগ আক্রমণই ভেসে যায় মাঝপথে। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামা মাতেও সিলভেত্তি ৫৬তম মিনিটে অসাধারণ শটে স্কোরলাইন ২-০ করেন। এটি টুর্নামেন্টে ইন্টার মায়ামির এই তরুণ উইঙ্গারের দ্বিতীয় গোল।
শেষ পর্যন্ত মেক্সিকো কোন গোল করতে না পারায় জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা। ২০০৭ সালের পর এই প্রথম তারা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের সেমিফাইনালে উঠল। সেমিফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে কলম্বিয়া। এদিকে, কোয়ার্টার ফাইনালে স্পেনকে ৩-২ গোলে হারিয়ে সেমিফাইনালে বেশ আত্মবিশ্বাসী কলম্বিয়ান তরুণরা। ফলে, বুধবারের ম্যাচটি হতে যাচ্ছে লাতিন আমেরিকার দুই শক্তিশালী দলের এক জমজমাট লড়াই।
সদ্য সংবাদ/এমটি



























