সিরিজে ফেরার ম্যাচে কেমন হতে পারে টাইগার একাদশ
শারজাহ কিংবা দুবাই থেকে আবু ধাবির উইকেটে কিছুটা পার্থক্য আছে। স্পিনাররা প্রভাব রাখেন ঠিক, কিন্তু রানও হয়। সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে রানের আশায় টস জিতে ব্যাটিং নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী মিরাজ।
পরিকল্পনা ছিল, বোর্ডে ভালো রান তুলে পেসারদের দিয়ে আফগানদের আটকে দেওয়া। দুটোর কোনটাই হয়নি প্রথম ম্যাচে। টেনে-টুনে দুইশ’ বোলিংটাও ভালো ভাবে শুরু করতে পারেন নি বাংলাদেশ বোলার'রা।
শনিবার আবু ধাবিতে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে নামছে বাংলাদেশ ও আফগানিস্তান। হারলে সিরিজ শেষ, সঙ্গে কঠিন হয়ে যাবে পরবর্তী ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলা।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে একাদশে আসতে পারে দুই পরিবর্তন। তাসকিন আহমেদের জায়গায় একাদশে ঢুকতে পারেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান এছাড়া দেখা যেতে পারে রিশাদ হোসেঙ্কে।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ তামিম, সাইফ হাসান, নাজমুল শান্ত, তাওহীদ হৃদয়, মেহেদী মিরাজ, জাকের আলী, নুরুল হাসান, তানজিম সাকিব, রিশাদ হোসেন, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান।
সদ্য সংবাদ/এসএইচ



























