প্রথমার্ধের শেষ মুহূর্তে গোল হজম করল বাংলাদেশ
প্রথমার্ধের যোগ করা সময়ে গোল খেয়ে বসেছে বাংলাদেশ। হংকং ম্যাচে সমতা এনেছে কর্নার থেকে। যদিও কর্নার কিক থেকে বল ঘুরেছে বাংলাদেশের পেনাল্টি বক্সে। ক্লিয়ার করার সুযোগ পেয়েও বাংলাদেশের খেলোয়াড়েরা তা করতে পারেননি। গোল পোস্টের সামনে থাকা এভারটন কামারগো স্রেফ পা ছুঁইয়েই বল জালে জড়িয়েছেন।
১৩তম মিনিটে এগিয়ে যাওয়া বাংলাদেশ প্রথমার্ধের যোগ করার সময়ের পঞ্চম মিনিটে সমতার হতাশায় পুড়েছে। এর পরই বিরতির বাঁশি বাজান রেফারি।



























