হ্যান্ডশেক বিতর্ক উসকে দিতে আজ মুখোমুখি ভারত-পাকিস্তান
আন্তর্জাতিক ক্রিকেটে পুনরায় হ্যান্ডশেক বিতর্ক দেখা যেতে পারে। আজ রবিবার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে নারী বিশ্বকাপের ম্যাচে বিকেলে মুখোমুখি হবে দুই শক্তিধর প্রতিবেশি ভারত ও পাকিস্তান। সম্প্রতি পুরুষদের এশিয়া কাপের মতোই রাজনৈতিক বিবেচনায় হাত না মেলাতে দেখা যেতে পারে দুই দেশের ক্রিকেটারদেরকে।
ভারতের পুরুষ দলের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব সম্প্রতি ভারত-পাকিস্তান প্রতিদ্বন্দ্বিতাকে 'আর কোনো প্রতিদ্বন্দ্বিতা নয়' বলে মন্তব্য করেছেন। এশিয়া কাপে তিনবার পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। নারী ক্রিকেটে এই পার্থক্য আরও স্পষ্ট। পাকিস্তান কখনোই ভারতের সঙ্গে পাল্লা দিতে পারেনি। ওয়ানডেতে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে পাকিস্তান তাদের প্রথম জয় খুঁজছে। দুই দল ১১ বার মুখোমুখি হয়েছে এবং ভারতের জয়ের হার ১০০ শতাংশ।
দলগুলোর মধ্যকার বিশাল পার্থক্য ফলাফলেই প্রতিফলিত। ভারত পাঁচবার ১০০-এর বেশি রানে জিতেছে, দুইবার ১০ উইকেটে জিতেছে এবং তাদের সবচেয়ে কম ব্যবধান ছিল ছয় উইকেট ও ৮০ রান। হারমানপ্রিত কৌর-এর ভারত শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে তাদের বিশ্বকাপ অভিযান শুরু করার পর রয়েছে টেবিলের শীর্ষে আসার অপেক্ষায়। ফাতিমা সানার পাকিস্তান তাদের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে বড় ব্যবধানে হেরে এখনও প্রথম পয়েন্টের খোঁজে রয়েছে।



























