শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫

|২২ শ্রাবণ ১৪৩২

সদ্য সংবাদ ডেস্ক

প্রকাশিত: ১২:৩০, ১২ জুলাই ২০২৫

আপডেট: ১২:৩০, ১২ জুলাই ২০২৫

অপরাধের দায় এড়ানোর রাজনীতি যুবদল করে না: যুবদল সভাপতি

অপরাধের দায় এড়ানোর রাজনীতি যুবদল করে না: যুবদল সভাপতি
ছবি: সংগৃহীত

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেছেন, কোনো অপরাধের দায় এড়ানোর রাজনীতি যুবদল করে না, বরং কেউ অপরাধে জড়িত হলে তার বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।

শনিবার (১১ জুলাই) বেলা সাড়ে ১১টায় রাজধানীর নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

মুন্না বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি প্রশাসনিক ব্যর্থতার ফল। অথচ একটি বিশেষ গোষ্ঠী রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে বিএনপিকে হেয় করতে কুরুচিপূর্ণ বক্তব্য ও বিবৃতি দিয়ে চলেছে।

তিনি দাবি করেন, যুবদল সবসময় নিয়মতান্ত্রিক ও শৃঙ্খলিত রাজনীতিতে বিশ্বাসী। যেকোনো অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত কেউ যুবদলের হলে, সংগঠন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে কখনো পিছপা হয়নি।