শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

|২২ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

একদিনের চাঁদাবাজির টাকা দিয়ে প্রতিদিন গণভোট আয়োজন সম্ভব: ডা. তাহের
ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত অবস্থার তথ্য চেয়েছে ইসি
জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাস মেলা শুরু
দাবি না মানলে ১১ নভেম্বর রাজধানীর চিত্র ভিন্ন হবে: গোলাম পরওয়ার
পিআর পদ্ধতিতে সরকার গঠন না-ও হতে পারে: খন্দকার মোশাররফ
গুম প্রতিরোধে মৃত্যুদণ্ডের বিধান রেখে অধ্যাদেশের অনুমোদন
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে অবস্থানরত বাংলাদেশী ভোটার, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ IT সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন।
এ বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন-www.ecs.gov.bd এবং নির্বাচন কমিশনের ইউটিউব চ্যানেলে- @BangladeshECS চোখ রাখুন।

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: ১১:৫০, ১২ অক্টোবর ২০২৫

আপডেট: ১৫:১৮, ১২ অক্টোবর ২০২৫

এনসিপির কর্মসূচিতে বিদ্যুৎ-বিভ্রাট, কলিজা ছিঁড়ে ফেলার হুমকি সারজিসের

এনসিপির কর্মসূচিতে বিদ্যুৎ-বিভ্রাট, কলিজা ছিঁড়ে ফেলার হুমকি সারজিসের
ছবি: সংগৃহীত

পঞ্চগড়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচি চলাকালে বিদ্যুৎ বিভ্রাটকে কেন্দ্র করে দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম নেসকোর কর্মকর্তাদের উদ্দেশ্যে হুমকি দিয়ে বলেন, 'এই দেউলিয়াদের আমরা দেখে নিব, তাদের কলিজা কত বড় হইছে। কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখব।'

শনিবার (১১ অক্টোবর) রাতে পঞ্চগড় জেলা শহরের শেরেবাংলা পার্কসংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভ এলাকায় এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ বিদ্যুৎ চলে গেলে এ মন্তব্য করেন তিনি। এর আগে দুপুরে পঞ্চগড় চিনিকল মাঠ থেকে বাংলাবান্ধার উদ্দেশে এনসিপির লংমার্চ শুরু হয়।

বক্তব্যে সারজিস আলম অভিযোগ করেন, ‘এর আগেও পঞ্চগড়ে এনসিপির প্রোগ্রাম চলাকালে বিদ্যুৎ গেছে। নেসকোর যে মালিক তাকে এবং তার বাপকে জবাব দিতে হবে, প্রোগ্রাম চলাকালে, এটা হয় কেন? এক দিন হইতো, দুই দিন হইতো কিচ্ছু বলতাম না, তিন দিনের তিন দিনই এটা হইছে। যারা এটা করছে, তারা হচ্ছে রাজনৈতিক ***।'

নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে সারজিস আলম বলেন, 'যখনই আপনি চাঁদাবাজ, দখলদার, সিন্ডিকেট, মাদক ব্যবসায়ী বা দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলবেন, তখনই কারও না কারও গায়ে আগুন ধরে যায়। কিন্তু আমরা স্পষ্ট করে বলছি, পঞ্চগড়ের মাটিতে এই অপকর্মের জায়গা আর হবে না। যারা ক্ষমতার অপব্যবহার করে, দুর্নীতি করে, তাদের আমরা দেখে নিব সময়মতো।'

চাঁদাবাজি, দখলদারিত্ব ও দুর্নীতির বিরুদ্ধে আয়োজিত এ কর্মসূচিতে পাঁচ শতাধিক মোটরসাইকেল ও কয়েকটি পিকআপে করে এনসিপি ও জাতীয় যুবশক্তির নেতা-কর্মীরা অংশ নেন।

সদ্য সংবাদ/এমটি

সর্বশেষ