বিএনপিতে সন্ত্রাসী-চাঁদাবাজদের স্থান নেই
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কোনো চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, ভীতি সঞ্চারকারী এবং সমাজে যাদেরকে আতঙ্ক হিসেবে দেখা হয়, তারা বিএনপির সদস্য হতে পারবে না।
শনিবার (১১ অক্টোবর) গাজীপুর সিটি বিএনপি আয়োজিত প্রাথমিক সদস্য সংগ্রহ ও ফরম বিতরণ কর্মসূচিতে তিনি এ মন্তব্য করেন। ঐতিহাসিক গাজীপুর রাজবাড়ী মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় ‘শাপলা’ প্রতীক না দিলে ‘ধানশীষ’ প্রতীক দেয়া যাবে না-এমন অযাচিত দাবি তুলে বিতর্ক সৃষ্টি করার প্রসঙ্গ টেনে রিজভী বলেন, এ ধরনের দাবি করে একদিকে যেমন সময় নষ্ট করা হচ্ছে, অন্যদিকে ঐক্যের মাঝে ফাটল সৃষ্টি করা হচ্ছে। এই ঘটনা চলতে থাকলে পরাজিত শক্তিরা সুযোগ নেবে।
তিনি আরও বলেন, ‘ধানশীষ’ বিএনপির নির্বাচনী প্রতীক হিসেবে ৪৭ বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে।
এসময় তিনি সন্ত্রাস দমন আইন এবং বিশেষ ক্ষমতা আইনসহ সকল কালো আইন বাতিলের দাবি জানান অন্তর্বর্তী সরকারের কাছে।



























