শেওড়াপাড়ায় আবাসিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মিরপুর শেওড়াপাড়ার শামীম সরণিতে একটি আবাসিক ও বাণিজ্যিক ভবনে মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় আগুন লাগে। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে আগুনের সূত্রপাত হলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ শুরু করে।
প্রায় আধা ঘণ্টার চেষ্টায় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ সূত্রে নিশ্চিত করা হয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।