শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

|২২ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

একদিনের চাঁদাবাজির টাকা দিয়ে প্রতিদিন গণভোট আয়োজন সম্ভব: ডা. তাহের
ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত অবস্থার তথ্য চেয়েছে ইসি
জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাস মেলা শুরু
দাবি না মানলে ১১ নভেম্বর রাজধানীর চিত্র ভিন্ন হবে: গোলাম পরওয়ার
পিআর পদ্ধতিতে সরকার গঠন না-ও হতে পারে: খন্দকার মোশাররফ
গুম প্রতিরোধে মৃত্যুদণ্ডের বিধান রেখে অধ্যাদেশের অনুমোদন
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে অবস্থানরত বাংলাদেশী ভোটার, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ IT সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন।
এ বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন-www.ecs.gov.bd এবং নির্বাচন কমিশনের ইউটিউব চ্যানেলে- @BangladeshECS চোখ রাখুন।

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৯:০৪, ১২ অক্টোবর ২০২৫

আপডেট: ২০:০৭, ১২ অক্টোবর ২০২৫

দাবি আদায়ে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা, পাশে এনসিপি

দাবি আদায়ে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি ঘোষণা, পাশে এনসিপি
ছবি: সংগৃহীত

দাবি আদায় না হওয়া পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি অব্যাহত রাখবেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা। পাশাপাশি সোমবার (১৩ অক্টোবর) থেকে দেশের সব এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন তারা।

রোববার (১২ অক্টোবর) দুপুরে পুলিশের সঙ্গে সংঘর্ষের পর প্রেস ক্লাব এলাকা থেকে সরে এসে শহীদ মিনারে অবস্থান নেন শিক্ষক নেতারা। সেখান থেকেই তারা নতুন কর্মসূচির ঘোষণা দেন।

এ সময় শিক্ষক নেতারা বলেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা শহীদ মিনারে অবস্থান করবেন এবং ধারাবাহিকভাবে কর্মসূচি চালিয়ে যাবেন।

অন্যদিকে শিক্ষকদের চলমান আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বিকেলে শহীদ মিনারে উপস্থিত হয়ে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে সংহতি প্রকাশ করেন।

তারা অন্তর্বর্তী সরকারকে ‘মোনাফেক’ আখ্যা দিয়ে বলেন, ‘শিক্ষকদের যৌক্তিক দাবি অবিলম্বে মেনে নিতে হবে।’ একই সঙ্গে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশি আচরণের জন্য সরকারের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানান তারা।

এনসিপি নেতারা আরও ঘোষণা দেন, দাবি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত দলটি শিক্ষকদের আন্দোলনের পাশে থাকবে।
 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ