শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

|২২ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

একদিনের চাঁদাবাজির টাকা দিয়ে প্রতিদিন গণভোট আয়োজন সম্ভব: ডা. তাহের
ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত অবস্থার তথ্য চেয়েছে ইসি
জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাস মেলা শুরু
দাবি না মানলে ১১ নভেম্বর রাজধানীর চিত্র ভিন্ন হবে: গোলাম পরওয়ার
পিআর পদ্ধতিতে সরকার গঠন না-ও হতে পারে: খন্দকার মোশাররফ
গুম প্রতিরোধে মৃত্যুদণ্ডের বিধান রেখে অধ্যাদেশের অনুমোদন
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে অবস্থানরত বাংলাদেশী ভোটার, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ IT সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন।
এ বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন-www.ecs.gov.bd এবং নির্বাচন কমিশনের ইউটিউব চ্যানেলে- @BangladeshECS চোখ রাখুন।

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৭:৩৬, ১২ অক্টোবর ২০২৫

আপডেট: ১৭:৩৭, ১২ অক্টোবর ২০২৫

নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনের দায়িত্ব নিলাম: জনপ্রশাসন সচিব

নির্বাচনে নিরপেক্ষ দায়িত্ব পালনের দায়িত্ব নিলাম: জনপ্রশাসন সচিব
ছবি: সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালন নিশ্চিত করার দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সিনিয়র সচিব মো. এহছানুল হক।

রোববার (১২ অক্টোবর) দুপুরে দায়িত্ব গ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, 'আমাদের প্রধান উপদেষ্টার নির্দেশ হলো—এটা সুষ্ঠু একটা নির্বাচন হবে। নির্বাচনকালীন সময়ে আমরা নির্বাচন কমিশনের অধীনে কাজ করব। মাঠ প্রশাসনের কর্মকর্তারা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন—সেটা নিশ্চিত করার দায়িত্ব আমার, এবং আমি সেই দায়িত্ব নিচ্ছি।'

সকালে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নতুন সিনিয়র সচিব হিসেবে নিয়োগ পান এহছানুল হক। এর আগে তিনি চুক্তিভিত্তিকভাবে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

নির্বাচনের আগে ডিসি ও ইউএনও পদে পরিবর্তন আসবে কি না, এমন প্রশ্নে তিনি বলেন, 'এটা নিয়ে নীতিনির্ধারক মহলের সঙ্গে কথা বলতে হবে। এর আগে কিছু বলা যাচ্ছে না।'

পূর্ববর্তী নির্বাচনগুলোতে প্রশাসনের ভূমিকা নিয়ে যে সমালোচনা হয়েছে, সে প্রসঙ্গে এহছানুল হক বলেন, 'আমরা যদি সুযোগ পাই, অত্যন্ত নিরপেক্ষভাবে একটি নির্বাচন উপহার দিতে পারব। সেই সুযোগ দেওয়ার দায়িত্ব সবার। যদি সবাই সহযোগিতা করেন, আমার বিশ্বাস কর্মকর্তারা সর্বতোভাবে নিরপেক্ষ দায়িত্ব পালন করবেন।'

তিনি আরও বলেন, 'নির্বাচনে আইনশৃঙ্খলা বড় কোনো সমস্যা নয়। জনগণ যদি নিরপেক্ষ নির্বাচন চায়, তাহলে সেটা সম্ভব। আমরা চাইবো, নির্বাচনকালীন কর্মকর্তারা যেন সব ধরনের বিতর্কের ঊর্ধ্বে থাকেন।'

প্রশাসনের সংস্কার নিয়ে নিজের পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, 'আলোচনা করেই আমরা সিদ্ধান্ত নেব। এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না।'

কর্মকর্তাদের ‘প্রটেকশন’ নিয়ে প্রশ্নের জবাবে সিনিয়র সচিব বলেন, 'প্রটেকশন মানে হচ্ছে তিনি যেন স্বাধীনভাবে কাজ করতে পারেন। আমি বিশ্বাস করি, উপযুক্ত পরিবেশ ও স্বাধীনতা পেলে আমার অফিসাররা একটি নিরপেক্ষ নির্বাচন করতে পারবেন।'

তিনি স্পষ্টভাবে বলেন, 'নিরপেক্ষতার প্রশ্নে কোনো আপস হবে না। যদি কোনো কর্মকর্তা নিরপেক্ষতা বজায় না রাখেন বা দলীয় সম্পৃক্ততা পাওয়া যায়, তাহলে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে এবং তাকে নির্বাচনের বাইরে রাখা হবে।'

নিজের অবস্থান পরিষ্কার করে এহছানুল হক বলেন, 'আমি কখনো দলীয় নির্দেশে কাজ করিনি, এখনো করি না, ভবিষ্যতেও করব না।'

প্রধান উপদেষ্টার বার্তা তুলে ধরে তিনি আরও বলেন, 'প্রিসাইডিং অফিসারদের ক্ষমতা থাকবে, তারা যদি সেই ক্ষমতা ব্যবহার না করেন, তবুও তাদের জবাবদিহি করতে হবে। গোলমাল হলে কেন্দ্র বন্ধ করে দেওয়া হবে।'

নির্বাচনে নিরপেক্ষতা ও প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করাই এখন তার প্রধান অঙ্গীকার বলে জানান নতুন জনপ্রশাসন সচিব।

সর্বশেষ