শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

|২২ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

একদিনের চাঁদাবাজির টাকা দিয়ে প্রতিদিন গণভোট আয়োজন সম্ভব: ডা. তাহের
ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত অবস্থার তথ্য চেয়েছে ইসি
জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাস মেলা শুরু
দাবি না মানলে ১১ নভেম্বর রাজধানীর চিত্র ভিন্ন হবে: গোলাম পরওয়ার
পিআর পদ্ধতিতে সরকার গঠন না-ও হতে পারে: খন্দকার মোশাররফ
গুম প্রতিরোধে মৃত্যুদণ্ডের বিধান রেখে অধ্যাদেশের অনুমোদন
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে অবস্থানরত বাংলাদেশী ভোটার, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ IT সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন।
এ বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন-www.ecs.gov.bd এবং নির্বাচন কমিশনের ইউটিউব চ্যানেলে- @BangladeshECS চোখ রাখুন।

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৭:০৪, ১২ অক্টোবর ২০২৫

আপডেট: ১৭:০৪, ১২ অক্টোবর ২০২৫

সাউন্ড গ্রেনেডের পর প্রেস ক্লাব ছেড়ে শহীদ মিনারে শিক্ষকরা

সাউন্ড গ্রেনেডের পর প্রেস ক্লাব ছেড়ে শহীদ মিনারে শিক্ষকরা
ছবি: সংগৃহীত

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনে পুলিশের সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পর প্রেস ক্লাব এলাকা থেকে সরে গিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নিয়েছেন শিক্ষকরা। রোববার (১২ অক্টোবর) দুপুরে সেখানে গিয়ে তারা ঘোষণা দেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত লাগাতার কর্মসূচি চলবে।

এর আগে সকাল থেকেই হাজার হাজার শিক্ষক-কর্মচারী জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিয়ে বেতনভাতা বৃদ্ধিসহ কয়েকটি দাবি জানাচ্ছিলেন। তাদের দাবির মধ্যে ছিল ২০ শতাংশ বাড়িভাতা, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৭৫ শতাংশ করা।

দুপুর সোয়া ১২টার দিকে শিক্ষকদের একটি প্রতিনিধি দল অর্থ মন্ত্রণালয়ের আহ্বানে সচিবালয়ে বৈঠকে অংশ নেয়। তবে বৈঠকে কোনো সুনির্দিষ্ট আশ্বাস না পাওয়ায় শিক্ষক নেতারা একে ফলপ্রসূ বলেননি। প্রেস ক্লাবে ফিরে এসে তারা দুটি ঘোষণা দেন- এক, শহীদ মিনারে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে; দুই, মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন শুরু হবে।

দুপুরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ প্রেস ক্লাব এলাকায় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে উপস্থিত শিক্ষকরা আতঙ্কিত হয়ে পড়েন, কেউ কেউ প্রতিরোধেরও চেষ্টা করেন।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী বলেন, ‘জনদুর্ভোগ এড়াতে আমরা সিদ্ধান্ত নিয়েছি এখন থেকে আমাদের অবস্থান কর্মসূচি কেন্দ্রীয় শহীদ মিনারে চলবে। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত এখান থেকেই আন্দোলন চালিয়ে যাব।’

তিনি আরও বলেন, ‘আমাদের শীর্ষ নেতারা ইতোমধ্যে শহীদ মিনারে অবস্থান নিয়েছেন। যারা এখনও প্রেস ক্লাবে আছেন, তাদের মিছিলসহ সেখানে যোগ দিতে অনুরোধ করছি। এখান থেকেই আমরা আন্দোলন পরিচালনা করব এবং ধাপে ধাপে কর্মসূচি ঘোষণা করব।’

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ