জ্বালানি সংকট তৈরি করেছে একশ্রেণির রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা: জ্বালানি উপদেষ্টা
জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছেন, জ্বালানির ঘাটতি ও সংকট তৈরি করেছে একশ্রেণির রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা। এ সংকট মোকাবেলায় কাজ করছে সরকার। শনিবার সকালে তিনি এসব কথা বলেন।
শনিবার (১১ অক্টোবর) সকালে রাজধানীর কারওয়ানবাজারের একটি হোটেলে ‘টেকসই এলপিজি অর্থনীতি গড়ে তোলা, পরিবেশগত প্রভাব মোকাবিলা এবং নিরাপত্তা জোরদার’ শীর্ষক পলিসি ডিসকাশন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, রাজধানীসহ বিভিন্ন এলাকায় রাজনীতিবিদদের সহায়তায় বিপুল সংখ্যক অবৈধ গ্যাস সংযোগ দেয়া হয়েছে। এজন্য আমারা প্রাকৃতিক গ্যাস বাড়তি দামে আমদানি করতে বাধ্য হচ্ছি।
জ্বালানি উপদেষ্টা বলেন, বাসাবাড়ি ও শিল্পকারখানায় অবৈধ লাইনের কারণেও জ্বালানি ঘাটতি দেখা দেয়। অনেক জায়গায় লাইন দেয়া হয়েছে দুর্নীতি করতে, টাকা সরাতে। জানে যে গ্যাস দেয়া যাবে না, তারপরও এমনটা করছে।’



























