শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

|২২ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

একদিনের চাঁদাবাজির টাকা দিয়ে প্রতিদিন গণভোট আয়োজন সম্ভব: ডা. তাহের
ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত অবস্থার তথ্য চেয়েছে ইসি
জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাস মেলা শুরু
দাবি না মানলে ১১ নভেম্বর রাজধানীর চিত্র ভিন্ন হবে: গোলাম পরওয়ার
পিআর পদ্ধতিতে সরকার গঠন না-ও হতে পারে: খন্দকার মোশাররফ
গুম প্রতিরোধে মৃত্যুদণ্ডের বিধান রেখে অধ্যাদেশের অনুমোদন
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে অবস্থানরত বাংলাদেশী ভোটার, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ IT সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন।
এ বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন-www.ecs.gov.bd এবং নির্বাচন কমিশনের ইউটিউব চ্যানেলে- @BangladeshECS চোখ রাখুন।

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫২, ১১ অক্টোবর ২০২৫

আপডেট: ১২:১৮, ১১ অক্টোবর ২০২৫

জ্বালানি সংকট তৈরি করেছে একশ্রেণির রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা: জ্বালানি উপদেষ্টা

জ্বালানি সংকট তৈরি করেছে একশ্রেণির রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা: জ্বালানি উপদেষ্টা
ছবি: সংগৃহীত

জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছেন, জ্বালানির ঘাটতি ও সংকট তৈরি করেছে একশ্রেণির রাজনীতিবিদ ও ব্যবসায়ীরা। এ সংকট মোকাবেলায় কাজ করছে সরকার। শনিবার সকালে তিনি এসব কথা বলেন।

শনিবার (১১ অক্টোবর) সকালে রাজধানীর কারওয়ানবাজারের একটি হোটেলে ‘টেকসই এলপিজি অর্থনীতি গড়ে তোলা, পরিবেশগত প্রভাব মোকাবিলা এবং নিরাপত্তা জোরদার’ শীর্ষক পলিসি ডিসকাশন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রাজধানীসহ বিভিন্ন এলাকায় রাজনীতিবিদদের সহায়তায় বিপুল সংখ্যক অবৈধ গ্যাস সংযোগ দেয়া হয়েছে। এজন্য আমারা প্রাকৃতিক গ্যাস বাড়তি দামে আমদানি করতে বাধ্য হচ্ছি।

জ্বালানি উপদেষ্টা বলেন, বাসাবাড়ি ও শিল্পকারখানায় অবৈধ লাইনের কারণেও জ্বালানি ঘাটতি দেখা দেয়। অনেক জায়গায় লাইন দেয়া হয়েছে দুর্নীতি করতে, টাকা সরাতে। জানে যে গ্যাস দেয়া যাবে না, তারপরও এমনটা করছে।’

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ