শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

|২২ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

একদিনের চাঁদাবাজির টাকা দিয়ে প্রতিদিন গণভোট আয়োজন সম্ভব: ডা. তাহের
ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত অবস্থার তথ্য চেয়েছে ইসি
জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাস মেলা শুরু
দাবি না মানলে ১১ নভেম্বর রাজধানীর চিত্র ভিন্ন হবে: গোলাম পরওয়ার
পিআর পদ্ধতিতে সরকার গঠন না-ও হতে পারে: খন্দকার মোশাররফ
গুম প্রতিরোধে মৃত্যুদণ্ডের বিধান রেখে অধ্যাদেশের অনুমোদন
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে অবস্থানরত বাংলাদেশী ভোটার, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ IT সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন।
এ বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন-www.ecs.gov.bd এবং নির্বাচন কমিশনের ইউটিউব চ্যানেলে- @BangladeshECS চোখ রাখুন।

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৪:৩৭, ৪ অক্টোবর ২০২৫

জামায়াত নিজেরাই ভারতের হাতে অস্ত্র তুলে দিচ্ছে: জাহেদ

জামায়াত নিজেরাই ভারতের হাতে অস্ত্র তুলে দিচ্ছে: জাহেদ
ছবি: সংগৃহীত

সম্প্রতি আমেরিকায় জামায়াতের নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের এক বক্তৃতায় ভারতের বিরুদ্ধে ‘গাজওয়াতুল হিন্দ’ নামের ধর্মযুদ্ধ করার কথা বলেন। বিষয়টি নিয়ে চলছে নানা মহলের আলোচনা-সমালোচনা।

বিষয়টি নিয়ে কথা বলেছেন রাজনৈতিক বিশ্লেষক জাহেদ উর রহমান। নিজের ইউটিউব চ্যানেল জাহেদস টেইক-এ এ প্রসঙ্গে কথা বলেন তিনি।

জাহেদ বলেছেন, 'জামায়াতের নায়েবে আমির বক্তৃতায় এমন কিছু কথা বলেছেন, যার মাধ্যমে জামায়াত নিজেরাই ভারতের হাতে অস্ত্র তুলে দিচ্ছে, ভারত তা সহজেই বাংলাদেশের বিরুদ্ধে ব্যবহার করতে পারে।' 

তিনি বলেন, 'অথচ আগে তিনি ভারতের সঙ্গে নরম সুরে কথা বলেছিলেন। এখন আবার এমন কথায় জিহাদি ভাবমূর্তি দেখাচ্ছেন, কিন্তু এতে ভারতেরই লাভ হচ্ছে। কারণ ভারত এসব কথাকে কাজে লাগিয়ে বলবে, বাংলাদেশে উগ্রবাদ বাড়ছে। এতে করে ভারতের বিজেপি সরকার ভারতের মুসলিমদের ওপর দমন-পীড়নের নতুন অজুহাত পাবে।'

তিনি আরো বলেন, 'মোহাম্মদ তাহের বা জামায়াত কেউই এখনো এই বক্তব্যের কোনো ব্যাখ্যা দেয়নি; মানে তারা এর দায় নিচ্ছে। এটা বিপজ্জনক।'

জাহেদ উর রহমান বলেন, 'জামায়াত যতই বাংলাদেশে শক্তি অর্জন করবে, ভারতের বিজেপিও ততই শক্তিশালী হবে। বিজেপি আর জামায়াতে ইসলামী একজন আরেকজনের পরিপূরক। তাই বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে, এমন কোনো কথা বা কাজ করা যাবে না, যা ভারতকে আমাদের বিরুদ্ধে কাজ করার সুযোগ করে দেয়।'

সর্বশেষ