মামলা বাণিজ্যে ‘ক্যান্সারের মতো’ সারাদেশে ছড়িয়ে পড়ছে: মোস্তফা ফিরোজ
সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ মন্তব্য করেছেন, মামলা এখন দেশে বাণিজ্যের এক রূপে পরিণত হয়েছে এবং এটি ‘ক্যান্সারের মতো’ সারাদেশে ছড়িয়ে পড়ছে। ‘ভয়েস বাংলা’ নামে একটি ফেসবুক পেজে তিনি এ বিষয় নিয়ে একটি ভিডিও বার্তায় এসব কথা বলেন।
মোস্তফা ফিরোজ বলেন, ফেনীতে এ ধরনের টার্গেট মূলত ব্যবসায়ী ও প্রবাসীরা। থানায় হামলার এক মামলার আসামী নিজেই ভিকটিম সেজে ২৬৪ জনকে ওই মামলায় ফাঁসিয়েছে। ৫ আগস্টের পর ওই ঘটনায় একজনের বিরুদ্ধে থানায় হামলার মামলা হয়েছে। সেই আসামী চার মাস পর জামিনে মুক্তি পান। এরপর তিনি আহত হওয়ার কথা উল্লেখ করে নিজের নামে একটি মামলা দায়ের করেন, যেখানে ২৬৪ জনের নাম আসামী হিসেবে উল্লেখ করেন।
তিনি জানান, মূলত ব্যবসায়ী ও প্রবাসীদের টার্গেট করা হচ্ছে। কারণ ওই এলাকায় প্রচুর প্রবাসী বসবাস করেন এবং তাদের কাছে প্রচুর অর্থ থাকে। এর ফলে ব্যবসায়ী ও প্রবাসীদের ওপর এই ধরনের মামলা দিয়ে চাপ সৃষ্টি করা হচ্ছে।
মোস্তফা ফিরোজ আরও বলেন, মামলা এখন একটি নতুন বাণিজ্যের রূপ নিয়েছে, ‘মামলা থেকে তোমার নাম বাদ দিতে হলে টাকা দিতে হবে, জামিন করাতে হলে টাকা দিতে হবে।’
তিনি মনে করেন, শেখ হাসিনার শাসনশেষে এমন মামলা বাণিজ্যের অবসান ঘটবে, কিন্তু বাস্তবে তা আরও বিস্তার পেয়েছে।



























