শনিবার, ০৮ নভেম্বর ২০২৫

|২২ কার্তিক ১৪৩২

শীর্ষ সংবাদ:

একদিনের চাঁদাবাজির টাকা দিয়ে প্রতিদিন গণভোট আয়োজন সম্ভব: ডা. তাহের
ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত অবস্থার তথ্য চেয়েছে ইসি
জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ কর্মকর্তার বিরুদ্ধে মামলা
কান্তজিউ মন্দিরে মাসব্যাপী রাস মেলা শুরু
দাবি না মানলে ১১ নভেম্বর রাজধানীর চিত্র ভিন্ন হবে: গোলাম পরওয়ার
পিআর পদ্ধতিতে সরকার গঠন না-ও হতে পারে: খন্দকার মোশাররফ
গুম প্রতিরোধে মৃত্যুদণ্ডের বিধান রেখে অধ্যাদেশের অনুমোদন
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসে অবস্থানরত বাংলাদেশী ভোটার, নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ভোটার, নিজ ভোটার এলাকার বাইরে অবস্থানরত সরকারি চাকরিজীবী এবং আইনি হেফাজতে থাকা ভোটারগণ IT সাপোর্টেড পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট প্রদান করতে পারবেন।
এ বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন-www.ecs.gov.bd এবং নির্বাচন কমিশনের ইউটিউব চ্যানেলে- @BangladeshECS চোখ রাখুন।

সদ্য সংবাদ অনলাইন

প্রকাশিত: ১৩:১৫, ৩ অক্টোবর ২০২৫

মামলা বাণিজ্যে ‘ক্যান্সারের মতো’ সারাদেশে ছড়িয়ে পড়ছে: মোস্তফা ফিরোজ

মামলা বাণিজ্যে ‘ক্যান্সারের মতো’ সারাদেশে ছড়িয়ে পড়ছে: মোস্তফা ফিরোজ
ছবি: সংগৃহীত

সিনিয়র সাংবাদিক মোস্তফা ফিরোজ মন্তব্য করেছেন, মামলা এখন দেশে বাণিজ্যের এক রূপে পরিণত হয়েছে এবং এটি ‘ক্যান্সারের মতো’ সারাদেশে ছড়িয়ে পড়ছে। ‘ভয়েস বাংলা’ নামে একটি ফেসবুক পেজে তিনি এ বিষয় নিয়ে একটি ভিডিও বার্তায় এসব কথা বলেন।

মোস্তফা ফিরোজ বলেন, ফেনীতে এ ধরনের টার্গেট মূলত ব্যবসায়ী ও প্রবাসীরা। থানায় হামলার এক মামলার আসামী নিজেই ভিকটিম সেজে ২৬৪ জনকে ওই মামলায় ফাঁসিয়েছে। ৫ আগস্টের পর ওই ঘটনায় একজনের বিরুদ্ধে থানায় হামলার মামলা হয়েছে। সেই আসামী চার মাস পর জামিনে মুক্তি পান। এরপর তিনি আহত হওয়ার কথা উল্লেখ করে নিজের নামে একটি মামলা দায়ের করেন, যেখানে ২৬৪ জনের নাম আসামী হিসেবে উল্লেখ করেন।

তিনি জানান, মূলত ব্যবসায়ী ও প্রবাসীদের টার্গেট করা হচ্ছে। কারণ ওই এলাকায় প্রচুর প্রবাসী বসবাস করেন এবং তাদের কাছে প্রচুর অর্থ থাকে। এর ফলে ব্যবসায়ী ও প্রবাসীদের ওপর এই ধরনের মামলা দিয়ে চাপ সৃষ্টি করা হচ্ছে।

মোস্তফা ফিরোজ আরও বলেন, মামলা এখন একটি নতুন বাণিজ্যের রূপ নিয়েছে, ‘মামলা থেকে তোমার নাম বাদ দিতে হলে টাকা দিতে হবে, জামিন করাতে হলে টাকা দিতে হবে।’

তিনি মনে করেন, শেখ হাসিনার শাসনশেষে এমন মামলা বাণিজ্যের অবসান ঘটবে, কিন্তু বাস্তবে তা আরও বিস্তার পেয়েছে।

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ