আফগান হামলায় কতজন সেনা নিহত হয়েছে, জানাল পাকিস্তান
আফগানিস্তান সীমান্তে ভয়াবহ সংঘর্ষে পাকিস্তান সেনাবাহিনীর নিহত হয়েছেন অন্তত ২৩ সদস্য। আহত হয়েছেন আরও ২৯ জন।
শনিবার (১১ অক্টোবর) রাতভর চলা এই সংঘর্ষের বিষয়ে রোববার এক বিবৃতিতে এসব তথ্য জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া শাখা (আইএসপিআর)।
আইএসপিআরের বিবৃতিতে বলে হয়েছে, আফগানিস্তানের দিক থেকে ব্যাপক গোলাগুলি ও হামলার জবাবে পাল্টা অভিযান চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। তাদের দাবি, বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য ও ক্ষয়ক্ষতির প্রাথমিক মূল্যায়ন অনুযায়ী এ সংঘর্ষে দুই শতাধিক তালেবান ও সহযোগী যোদ্ধা নিহত হয়েছে।
তবে আফগান কর্মকর্তারা দাবি করেছেন, পাকিস্তানের ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বেশি। আফগান সূত্রে বলা হয়েছে, এ সংঘর্ষে অন্তত ৫৮ পাকিস্তানি সেনা নিহত ও ৩০ জন আহত হয়েছেন।
তালেবান সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানান, আফগান বাহিনী অভিযানে পাকিস্তানি সেনাদের বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ দখল করেছে। এ সময় তালেবান বাহিনীরও ২০ জনের বেশি সদস্য নিহত বা আহত হয়েছে।
এদিকে আফগান সংবাদমাধ্যম টোলো নিউজ জানিয়েছে, সংঘর্ষের পর পাকিস্তান সীমান্তের কাছে আফগানিস্তান ট্যাঙ্ক ও ভারী অস্ত্র মোতায়েন করছে বলে। আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে কুনার প্রদেশের সীমান্ত এলাকায় ভারী যুদ্ধাস্ত্র ও ট্যাঙ্ক পাঠানো হচ্ছে।
অন্যদিকে, পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই রোববার এক বিবৃতিতে উভয় দেশকে সংযম প্রদর্শন এবং সংলাপের মাধ্যমে বিরোধ নিরসনের আহ্বান জানান।
বাঘাই বলেন, 'তেহরান চায়, ইসলামাবাদ ও কাবুল পরস্পরের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান করুক। ইরান প্রয়োজনে মধ্যস্থতার মাধ্যমে উত্তেজনা কমাতে প্রস্তুত।'
আফগানিস্তান সীমান্তে সাম্প্রতিক এই রক্তক্ষয়ী সংঘর্ষে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।



























